কোহলির টেস্ট ক্রিকেট ছাড়তে চাওয়ার প্রসঙ্গে ব্রায়ান লারা।
টেস্ট ক্রিকেটের কোহলিকে দরকার আছে!! তাকে রাজি করানো হবে (অবসর না নিতে)। সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না ▷ ১১ মে ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন আমার কাঁধে এই ভারটি ছিল এখন তা সরে গেছে। আমার ব্যক্তিগত অসংখ্য কীর্তি আছে এবং বেশ কয়েকবার শিরোপার অনেক কাছেও গিয়েছিলাম ▷ হাসান অনেক ভালো সমর্থন দিয়েছে, তানজিমও অনেক ভালো সাপোর্ট দিয়েছে, তাইজুল ভাইও। আমি অবশ্যই এই তিনজনকে ধন্যবাদ দিতে চাই ▷ সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল ▷ আজকের ম্যাচ নিয়ে যদি জিজ্ঞেস করেন পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালে ওই আউটেই পুরো খেলা নষ্ট হয়েছে ▷
মন্তব্য করুন: