আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
২ নভেম্বর ২০২৫
জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টিতে এক বছরের সময় ধরে মাঠে নামেননি কেইন উইলিয়ামসন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
রোববার এই সিদ্ধান্তের কথা জানান উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন নিউ জিল্যান্ডের সফলতম এই ব্যাটার।
২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে সবশেষ এই ফরম্যাটে মাঠে নামেন উইলিয়ামসন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর নিউ জিল্যান্ডের হয়ে ৯৩টি টি-টুয়েন্টি খেলেছেন। এর মধ্যে ৭৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তিনি। এছাড়াও ২০১৬ ও ২০২২ সালের আসরে তার অধীনে সেমি-ফাইনালে খেলেছিল কিউইরা।
অবসরের ঘোষণায় উইলিয়ামসন বলেন, “এটি এমন কিছু যা দীর্ঘদিন ধরে আমি ভীষণ উপভোগ করেছি। স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার ও দলের জন্য এটিই সঠিক সময়। এতে দল আগাম সিরিজগুলোর জন্য স্পষ্টতা পাবে, বিশেষ করে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে। প্রচুর তরুণ প্রতিভা এখন উঠে আসছে। বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতির জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ।”
দেশের হয়ে টি-টুয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন উইলিয়ামসন, যার মধ্যে রয়েছে ১৮টি অর্ধশতক। ২০২১ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৮৫ রানের ইনিংসটি এখনও মনে রাখার মতো।
নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও উইলিয়ামসন ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। সাত মাসের বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ঘরোয়া প্রথম শ্রেণির আসরে খেলবেন উইলিয়ামসন। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা কম।















মন্তব্য করুন: