স্যান্টনারের দুর্দান্ত লড়াই, তবে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ

৫ নভেম্বর ২০২৫

স্যান্টনারের দুর্দান্ত লড়াই, তবে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ

নিউ জিল্যান্ডের ৯ উইকেট তুলে নিয়ে জয়ের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ব্যাটারকে নিয়ে ব্যাট হাতে ঝড় তুলে কঠিন সমীকরণ মেলাতে চেষ্টা চালালেন মিচেল স্যান্টনার। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না তিনি। ৭ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

বুধবার অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ১৫৭ রানে থামে নিউ জিল্যান্ডের ইনিংস।

শেষ তিন ওভারে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ৫৬ রানে, হাতে ছিল ১ উইকেট। সেই অসাধ্য সাধন করতে ১৮তম ওভারে ৪ চার ও এক ছক্কায় ২৩ রান নেন স্যান্টনার। পরের ওভারে টানা তিন বাউন্ডারিতে তোলেন ১৩ রান। শেষ ওভারে দরকার ছিল ২০ রানের। সেখান থেকে ১২ রান তুলতে পারেন কিউই অধিনায়ক। ২৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার।

জ্যাকব ডাফিকে (১*) নিয়ে স্যান্টনার দশম উইকেটে গড়েন ৫০ রানের জুটি, যা দেশটির টি-টুয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল টিম সাউদি ও টিম র‌্যাঞ্চের ৩৬ রানের জুটি।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয় নিউ জিল্যান্ডের। ১০ ওভার শেষে ৭৬ রানে ৩ উইকেট ছিল তাদের। কিন্তু এরপর রোস্টন চেইসের ঘূর্ণি ও জেইডেন সিলসের পেস তোপে খেই হারিয়ে ফেলে তারা। এই দুই বোলারের নৈপুণ্যে ২৪ রানের ভেতর স্বাগতিকদের ৬ উইকেট তুলে নেয় ক্যারিবিয়ানরা।

এর আগে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। পাওয়ারপ্লেতে ৩২ রান তুলতে ২ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক শাই হোপের ৫৩ রানের পর চেইসের ২৮ ও রভম্যান পাওয়েলের ৩৩ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা।

বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: