দ্বিতীয় টি-টুয়েন্টিতেও ছড়াল রোমাঞ্চ, এবার জিতল নিউ জিল্যান্ড

৬ নভেম্বর ২০২৫

দ্বিতীয় টি-টুয়েন্টিতেও ছড়াল রোমাঞ্চ, এবার জিতল নিউ জিল্যান্ড

বড় লক্ষ্য তাড়ায় একশ রানের আগে ৬ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর লোয়ার-অর্ডারদের সঙ্গে রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে সমীকরণ দাঁড়িয়েছিল ১৬ রানের। কিন্তু কাইল জেইমিসনের নৈপুণ্যে তা আর হয়নি। ৩ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে নিউ জিল্যান্ড।

বৃহস্পতিবার অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মার্ক চ্যাপম্যানের ২৮ বলে ৭৮ রানের ওপর ভর করে ৫ উইকেটে ২০৭ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে ৮ উইকেটে ২০৪ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন ডেভন কনওয়ে ও টিম রবিনসন। তবে পরপর দুই ওভারে এই ওপেনার বিদায় নেন। ধুঁকতে থাকা রাচিন রবীন্দ্র ফেরেন ১৫ বলে ১১ রান। তার আগের ওভারেই ঝড়ের শুরুটা করেন চ্যাপম্যান। সঙ্গীর বিদায়ের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বাঁহাতি এই ব্যাটার। ৪টি করে চার-ছক্কায় ফিফটি তুলে নেন ১৯ বলে। তাকে ফিরিয়ে এই ঝড় থামান জেসন হোল্ডার।

শেষ তিন ওভারে ড্যারিল মিচেল (২৮*) ও মিচেল স্যান্টনারের (১৮*) ঝড়ো ব্যাটিংয়ে দুইশ পার করে কিউইরা। 

লক্ষ্য তাড়ায় রানের খাতা খোলার আগেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে অ্যালিক অ্যাথানেজ ও অধিনায়ক হোপ ৪৯ রানের জুটি গড়লেও রানের গতি ছিল ধীর। অ্যাথানেজের (৩৩) বিদায়ে এই জুটি ভাঙার পর স্যান্টনার ও ইশ সোধির ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

৯৬ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় ১২ ওভার ৫ বলে। জয়ের জন্য তখনও দরকার ছিল ৪৩ বলে ১০৮ রান। এ সময় রোমারিও শেফার্ডকে নিয়ে তাণ্ডবের শুরুটা করেন পাওয়েল। সপ্তম উইকেটে ২৪ বলে তারা যোগ করেন ৬২ রান। শেফার্ডের (৩৪) বিদায়ে এই জুটি ভাঙার পর ঝড় তোলেন ম্যাথিউ ফোর্ড ও পাওয়েল। জেইমিসনের করা শেষ ওভারের প্রথম ৩ বলে দুটি চার মারেন ফোর্ড। এর মধ্যে তৃতীয় ডেলিভারিটি নো বল হওয়ায় শেষ ৪ বলে দরকার ছিল ৭ রানের। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কিউইদের ম্যাচ জেতান জেইমিসন। ১৬ বলে ৪৫ রান করে ফেরেন পাওয়েল।

বুধবার সিরিজের প্রথম ম্যাচেও এমন রোমাঞ্চ ছড়িয়েছিল। শেষ তিন ওভারে ১ উইকেট হাতে নিয়ে নিউ জিল্যান্ডের হয়ে ৫৬ রানের সমীকরণ প্রায় মিলিয়ে ফেলেছিলেন স্যান্টনার। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকরা হেরে যায় ৭ উইকেটে।

আগামী রোববার নেলসনে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: