উইলিয়ামসনকে ছাড়া নিউ জিল্যান্ডের আরও একটি সিরিজ

৭ নভেম্বর ২০২৫

উইলিয়ামসনকে ছাড়া নিউ জিল্যান্ডের আরও একটি সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিউ জিল্যান্ড দলে ফেরার পর আবার বিরতিতে গেলেন কেইন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দেখা যাবে না দেশটির সফলতম এই ব্যাটারকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাট হেনরি। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি ডানহাতি এই পেসার।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে জাতীয় দলের হয়ে বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। চ্যাম্পিয়নস ট্রফির পর সাত মাস দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। কয়েকদিন আগে বিদায় জানান আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে।

তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার না খেলার কারণটা ভিন্ন। কুঁচকির চোট থেকে সেরে উঠছেন তিনি। ফলে সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নি। সময় আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন উইলিয়ামসন।

চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এই সিরিজেও পাচ্ছে না কিউইরা। বিভিন্ন চোটের কারণে মাঠের বাইরে আছেন অলরাউন্ডার গ্লেন ফিলিপস, ওপেনার ফিন অ্যালেন এবং ফাস্ট বোলার লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল রোর্ক বেন সিয়ার্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে - সমতায় আছে নিউ জিল্যান্ড। আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ড দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেইমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

মন্তব্য করুন: