উইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল নিউ জিল্যান্ড
১৩ নভেম্বর ২০২৫
সিরিজের প্রথম তিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। কিন্তু সিরিজ বাঁচানোর ম্যাচে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে নিউ জিল্যান্ড।
বৃহস্পতিবার ডানেডিনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জ্যাকব ডাফির পেস তোপে ১৪০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে ২৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় নিউ জিল্যান্ড।
রোমাঞ্চকর প্রথম তিন ম্যাচেই ফল নির্ধারণ হয়েছিল শেষ ওভারে। এরপর বৃষ্টির কারণে ভেস্তে যায় চতুর্থ ম্যাচটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই পেস তোপে দিশেহারা হয়ে পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে অ্যালিক অ্যাথানেজকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন কাইল জেইমিসন। পরের ওভারে তিন উইকেট তুলে নেন ঘরের ছেলে ডাফি। সপ্তম ওভারে সাজঘরের পথ দেখেন সিরিজে দারুণ ছন্দে থাকা রভম্যান পাওয়েল (১১)।
ষষ্ঠ উইকেটে রোস্টন চেইস (৩৮) ও জেসন হোল্ডার (২০) চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও পরপর দুই ওভারে এই দুই ব্যাটারের বিদায়ে তা আর হয়নি। এরপর রোমারিও শেফার্ডের ঝড়ো ৩৬ রানের ইনিংসের পর ১৮ ওভার ৪ বলে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
ডানহাতি পেসে ম্যাচসেরা ডাফি নেন ৪ উইকেট। সিরিজে মোট ১০ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।
লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন টিম রবিনসন। ডেভন কনওয়ের সঙ্গে ৬৯ রানের উদ্বোধনী জুটিতে ডানহাতি এই ব্যাটার ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৪৫ রান। তার বিদায়ের পর রাচিন রবীন্দ্রকে নিয়ে দলকে জয়ের পথে এগুতে থাকেন কনওয়ে। ২১ রান করা রবীন্দ্রর বিদায়ে জুটি থেকে আসে ৩৭ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে নিউ জিল্যান্ডকে জয় এনে দেন কনওয়ে (৪৭*) ও মার্ক চ্যাপম্যান (২১*)।
আগামী রোববার ক্রাইস্টচার্চে শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।















মন্তব্য করুন: