সাকিবকে ছাড়িয়ে শীর্ষে তাইজুল

২২ নভেম্বর ২০২৫

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে তাইজুল

আগের দিনই স্পর্শ করেছিলেন সাকিব আল হাসানকে। এবার বাঁহাতি এই স্পিনারকে ছাড়িয়ে টেস্টে এককভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেছেন তাইজুল ইসলাম।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ওপেনার অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে মোট ২৪৭ উইকেট নিয়ে রেকর্ড নিজের করে নেন তাইজুল।

দেশসেরা অলরাউন্ডারকে ছাড়াতে ১৯ ইনিংস কম খেলেছেন বাঁহাতি এই স্পিনার। গত বছর ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে সবশেষ টেস্ট খেলা সাকিব ২৪৬ উইকেটে নিয়েছেন ৭১ টেস্টে ১২১ ইনিংসে। অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারি হতে ৫৭তম টেস্ট খেলতে নামা তাইজুলের লেগেছে ১০২ ইনিংস।

এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেটের মালিক এখনও সাকিব। বাঁহাতি স্পিনে তিনি মোট ১৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে তাইজুল নিয়েছেন ১৭বার।

দেশের একমাত্র বোলার হিসেবে এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

জাতীয় দলে সাকিবের ক্যারিয়ার অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ায় বর্তমানে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক মেহেদী হাসান মিরাজ। চলমান টেস্টে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের আগ পর্যন্ত এই অফ স্পিনারের শিকার ২০৯ উইকেট।

তাইজুল, সাকিব ও মিরাজ ছাড়া টেস্টে বাংলাদেশের হয়ে আর কোনো ক্রিকেটারের একশর বেশি উইকেট নেই। চতুর্থ সর্বোচ্চ ১০০ উইকেট নিয়ে অবসরে যান মোহাম্মদ রফিক।

মন্তব্য করুন: