৫ ক্যাচ নিয়ে তানজিদের বিশ্বরেকর্ড
২ ডিসেম্বর ২০২৫
রিশাদ হোসেনের করা ১৬তম ওভারে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচে পড়ল আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেট। এরপর শেষ ৪ উইকেটের সবকটির ক্ষেত্রেই ক্যাচ তালুবন্দি করলেন তিনি। এতেই হয়ে গেল বিশ্বরেকর্ড। ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৫ ক্যাচ নেওয়া তৃতীয় ক্রিকেটার এখন বাংলাদেশের ওই টপ অর্ডার ব্যাটার।
মঙ্গলবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে এই কীর্তি গড়েন তানজিদ। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রথম ক্রিকেটার হিসেবে এক টি-টুয়েন্টিতে ৫ ক্যাচ নিলেন এই বাংলাদেশি।
এর আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে ৫টি করে ক্যাচ নিয়েছেন মালদ্বীপ ও সুইডেনের দুই ক্রিকেটার।
ফিল্ডার হিসেবে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৪টি ক্যাচ নিয়েছেন মোট ৪৫ জন ক্রিকেটার।
বিশ্বরেকর্ড গড়ার দিনে স্বাভাবিকভাবেই বাংলাদেশি ফিল্ডারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন তানজিদ। এতদিন বাংলাদেশি ফিল্ডারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ৩টি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ১৩ জনের। তিনবার এই কীর্তি গড়েছিলেন সাব্বির রহমান।















মন্তব্য করুন: