আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

৯ ডিসেম্বর ২০২৫

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের সাত ক্রিকেটার। তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার আইপিএলের ১৯তম আসরের নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করে আয়োজকরা। তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের সবাই বোলার - পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া তালিকায় চমক হয়ে রয়েছেন এখনও জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। আইপিএলে এখন পর্যন্ত আট মৌসুম খেলেছেন বাঁহাতি এই পেসার। গত আসরের আগে মেগা নিলামে দল না পেলেও পরে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন চারটি।

সব মিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন দশমিক ১৩ করে।

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন তাসকিন, রিশাদ, তানজিম, শরিফুল নাহিদ। বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ আছে স্পিন বোলারদের দ্বিতীয় সেটে। ফাস্ট বোলারদের তৃতীয় সেটে আছেন তাসকিন। চতুর্থ সেটে রাখা হয়েছে তানজিম নাহিদকে। পঞ্চম সেটে আছেন শরিফুল। আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে আছেন রকিবুল, যার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

প্রাথমিক তালিকায় নিবন্ধন করা হাজার ৩৯০ জন ক্রিকেটারের মধ্যে থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩৫০ জনের, যার মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশি ১১০ জন।

এই ৩৫০ জনের মধ্যে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৭৭ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে ৩১টি।

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের নিলাম।

মন্তব্য করুন: