১৪ ছক্কা হাঁকিয়ে সূর্যবংশীর আরেকটি রেকর্ড

১২ ডিসেম্বর ২০২৫

১৪ ছক্কা হাঁকিয়ে সূর্যবংশীর আরেকটি রেকর্ড

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নামার পর থেকে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া বৈভব সূর্যবংশীর মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যুব এশিয়া কাপের ম্যাচে ১৪ ছক্কা হাঁকিয়ে যুব ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এখনও ১৫ বছর না হওয়া এই ব্যাটার।

শুক্রবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সূর্যবংশী তার ৯৫ বলে ১৭১ রানের ইনিংসটি সাজান ১৪ ছক্কা ও ৯ চারে।

যুব ওয়ানডের ইতিহাসে এতদিন সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ১২টি। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলার পথে এই ছক্কাগুলো মেরেছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল হিল।

এই ফরম্যাটে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিকও এতদিন ছিলেন সূর্যবংশী। গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ১০টি ছক্কা মেরেছিলেন তিনি।

সেই ম্যাচে ৫২ বলে তিন অঙ্ক স্পর্শ করে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ১৪ বছর বয়সী এই ব্যাটার। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের কামরান গুলাম।

এদিন ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। যুব ওয়ানডের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড অল্পের জন্য নিজের করে দিতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলে এই তালিকার শীর্ষে আছেন আম্বাতি রাইডু।

সূর্যবংশীর তাণ্ডবের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৪৩৩ রান তোলে ভারত। এটি যুব ওয়ানডেতে দেশটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর সব দল মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।

২০১৮ যুব বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৪৩৬ রান করেছিল নিউ জিল্যান্ড। ২০০২ আসরে একই দলের বিপক্ষে সর্বোচ্চ ৪৮০ রান করেছিল অস্ট্রেলিয়া।

ভারতের আগের সর্বোচ্চ ছিল সংগ্রহের রেকর্ড ছিল ৪২৫ রানের, ২০০৪ যুব বিশ্বকাপে ঢাকায় স্কটল্যান্ডের বিপক্ষে।

মন্তব্য করুন: