হজের সেঞ্চুরিতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ
২০ ডিসেম্বর ২০২৫
সিরিজ বাঁচানোর তৃতীয় ও শেষ টেস্টে নিউ জিল্যান্ডের বিশাল সংগ্রহের জবাব ভালোই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর ছয় ব্যাটারের সবাই ভালো শুরু পেলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন কেবল কাভেম হজ। ডানহাতি এই ব্যাটারের লড়াইয়ে স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৯৪ রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা, হাতে আছে ৪ উইকেট।
শনিবার মাউন্ড মঙ্গানুইয়ে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৮১ রান।
এখনও ব্যাটিংয়ে নামনেনি ব্যাটিং-অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য শাই হোপ। ইএসপিএন ক্রিকইনফোর মতে, কারণটা অসুস্থতাজনিত। এমনকি শুক্রবার থেকে ডানহাতি এই ব্যাটারকে মাঠেও দেখা যায়নি। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় দিন বোলিং করতে না পারা কেমার রোচের ব্যাটিংয়ে নামার বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
বিনা উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শুরু করা ক্যারিবিয়ানদের ইনিংসে শুরুতেই আঘাত হানেন জ্যাকব ডাফি। দ্বিতীয় ওভারের শেষ বলে জন ক্যাম্পবেলকে (৪৫) ফিরিয়ে ১১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। ৬৩ রান করা আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকেও তুলে নেন তিনি।
তৃতীয় উইকেটে টেভিন ইমলাককে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হজ। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ইমলাককে (২৭) কট বিহাইন্ড করিয়ে ৬৬ রানের এই জুটি ভাঙেন মাইকেল রে। এরপর অ্যালিক অ্যাথানেজের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন হজ। দারুণ খেলতে থাকা অ্যাথানেজকে (৪৫) বোল্ড করে ৬১ রানের এই জুটি থামান আজাজ প্যাটেল।
পঞ্চম উইকেটে হজ ও জাস্টিন গ্রিভস যোগ করেন ৭৯ রান। ফিফটির পথে থাকা গ্রিভসকে (৪৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন পার্ট-টাইমার ড্যারিল মিচেল। প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে দ্রুত সাজঘরের পথ দেখেন অধিনায়ক রোস্টন চেইস (২)।
দিনের বাকি ১৫.৫ ওভারে দলের বিপদ বাড়তে দেননি হজ ও অ্যান্ডারসন ফিলিপ। ২২৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হজ। ডানহাতি এই ব্যাটার ১০৯ ও ফিলিপ ১২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। সপ্তম উইকেট জুটিতে তারা এখন পর্যন্ত ৩০ রান যোগ করেছেন।















মন্তব্য করুন: