টি-টুয়েন্টিতে ৮ উইকেট নিয়ে ভুটান ক্রিকেটারের বিশ্বরেকর্ড

২৬ ডিসেম্বর ২০২৫

টি-টুয়েন্টিতে ৮ উইকেট নিয়ে ভুটান ক্রিকেটারের বিশ্বরেকর্ড

তিনবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও করতে পারেননি সোনাম ইয়েশে। কিন্তু ভুটানের বাঁহাতি এই স্পিনার এমন এক কীর্তি গড়েছেন, যা টি-টুয়েন্টির ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। মায়ানমারের বিপক্ষে এক ম্যাচে ৮ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি।

শুক্রবার ভুটানের গেলেফুতে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টানা ৪ ওভার বোলিং করে ৭ রানে ৮ উইকেট নেন সোনাম। আন্তর্জাতিক অথবা স্বীকৃত টি-টুয়েন্টিতে এমন কীর্তি আর কারোরই নেই।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এর আগে ম্যাচে ৭ উইকেট ছিল দুই জনের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস। চলতি মাসের শুরুর দিকে ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেন বাহরাইনের পেসার আলী দাউদ।

এই তিন জন ছাড়া বিশ ওভারের ক্রিকেটে ম্যাচে ৭ উইকেট আছে আরও দুই জনের। ২০১৯ সালে ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন নেদারল্যান্ডসের অফ স্পিনার কলিন আকারম্যান। আর ২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলে রাজশাহীর হয়ে ১৮ রানে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ।

১২৮ রানের লক্ষ্য তাড়ায় মায়ানমার ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে দুই উইকেট নেন সোনাম। এক বল পর আরেকটি শিকার ধরেন ২২ বছর বয়সী স্পিনার। পরের ওভারে এক উইকেট নেন। তৃতীয় ওভারে আবার পরপর দুই বলে দুই উইকেট নেন তিনি। নিজের শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরান আরও দুজনকে।

৯ ওভার ২ ওভারে মায়ানমারকে ৪৫ রানে গুটিয়ে দিয়ে ৮২ রানের জয় পায় ভুটান।

ভুটানের হয়ে ৩৩ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে সোনামের আগের সেরা বোলিং ছিল ৩১ রানে ৪ উইকেট। এই ম্যাচ শেষে সব মিলিয়ে তার উইকেট এখন ৩৬টি।

মন্তব্য করুন: