সমালোচিত ইডেন গার্ডেন্সের পিচকে আইসিসির সন্তোষজনক রেটিং
৩১ ডিসেম্বর ২০২৫
কলকাতার ইডেন গার্ডেন্সে গত মাসে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন দিনে শেষ হয়ে যাওয়া টেস্ট ম্যাচের পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই ম্যাচের পিচকে ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।
গত ১৬ নভেম্বর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ৩০ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এর দেড় মাস পর মঙ্গলবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পিচটিকে ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছেন। আইসিসির চার স্তরের পিচ-রেটিং সিস্টেমের দ্বিতীয় স্তরের রেটিং এটি।
তিন দিনে শেষ হওয়া ম্যাচে কোনো ইনিংসেই দুইশ পর্যন্ত যায়নি। ম্যাচের প্রথম ওভার থেকেই পিচেই অসম বাউন্সের দেখা মেলে। পরে যোগ হয় তীক্ষ্ণ বাঁক। ফলে পেসার ও স্পিনার – দুই ধরনের বোলাররাই দারুণ সুবিধা পেয়েছিলেন। প্রোটিয়াদের জয়ে বড় অবদান রাখেন অফস্পিনার সাইমন হারমার ও বাঁহাতি পেসার মার্কো ইয়েনসেন।
টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা যশপ্রীত বুমরাহর পেস তোপে ১৫৯ রানে গুটিয়ে যায়। এরপর ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে অলআউট হয় ১৫৩ রানে। কিন্তু লক্ষ্য তাড়ায় ১২৪ রান করতে পারেনি ভারত। হারমার-কেশব মহরাজের ঘূর্ণিতে স্বাগতিকরা গুটিয়ে যায় ৯৩ রানে।
ম্যাচটি চলাকালীন পিচের ধরন নিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর দাবি করেছিলেন, তারা যেমনটা চেয়েছিলেন, তেমন পিচই পেয়েছিলেন।
এরপর দ্বিতীয় টেস্টে ভারতকে গুঁড়িয়ে ২৫ বছর পর দেশটির মাটিতে টেস্ট সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা।















মন্তব্য করুন: