বিসিবির সঙ্গে সমঝোতা, শুক্রবার মাঠে ফিরছেন ক্রিকেটাররা
১৬ জানুয়ারি ২০২৬
দিনভর টানাপোড়েন ও অনিশ্চয়তার পর বিসিবির সঙ্গে সমঝোতা করে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। ফলে এক দিন বন্ধ থাকার পর শুক্রবারই শুরু হচ্ছে বিপিএল।
বৃহস্পতিবার ঘটনাবহুল দিন শেষে প্রায় মধ্যরাতে বিসিবির গুলশান কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।
এর আগে গত বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারের বিপিএলের ম্যাচ দুটি বয়কট করেন ক্রিকেটাররা।
দিনভর নানা ঘটনা ও উত্তেজনার পর জটিলতা কাটিয়ে উঠতে রাত ৮টার পর গুলশানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে যান মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নুরুল হাসান সোহানসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
আলোচনা শেষে সংবাদিকদের ইফতেখার বলেন, “আমরা সবাই, আমাদের ছোট ভাইরা যারা ক্রিকেট খেলে দেশকে যে লেভেলে নিয়ে গেছে...আমাদের ক্রিকেটাররা ক্রিকেটের বাইরে নয়... সেজন্য আমরা সবাই একমত হয়েছি, আমরা ক্রিকেটকে আবার শুরু করতে চাই।”
“আপনারা জানেন, গত দুই দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে কারণে আজকে বিপিএল খেলা আয়োজন করা যায়নি। ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যে মন্তব্য করেছিলেন, আমরা মনে করি তা অনাকাঙ্ক্ষিত। উনার এটা করা উচিত হয়নি। আমাদের ছোট ভাই ক্রিকেটারদের সঙ্গে আমরা একমত।”
ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না – এ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের চেয়্যারম্যান নাজমুল। পরিচালক হিসেবে তার পদত্যাগের জন্য ক্রিকেটাররা বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচের আগ পর্যন্ত পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি তা করেননি।
এরপর দুপুরে সংবাদ সম্মেলনে নাজমুলকে বিসিবি থেকে না সরানো ছাড়া মাঠে ফিরবেন না বলে আবারও জানান ক্রিকেটাররা। এরপর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় বিসিবি। এছাড়া সকালে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
গঠনতন্ত্রের প্রক্রিয়া মেনে নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান ইফতেখার। কিন্তু তার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি বলে দাবি করেছেন বিসিবির এই পরিচালক।
“এর মধ্যে আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।”
সমঝোতার বৈঠকের পর কোয়াব সভাপতি মিঠুন জানান, বোর্ডের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা মাঠে ফিরছেন।
“এখন যে পরিস্থিতি, যেহেতু উনাকে (নাজমুল) পাওয়া যাচ্ছে না, উনারা (বিসিবি) আমাদেরকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব উনার সঙ্গে যোগাযোগ করে আমাদের যে দাবি, এটা উনারা পূরণ করবেন এবং আমাদের যে চাওয়া, এটা উনাদের প্রক্রিয়া অনুযায়ী যত দ্রুত সম্ভব শেষ করবেন।”
এক দিন ম্যাচ না হওয়ায় বিপিএলের সূচিতেও পরিবর্তন এসেছে। বৃহস্পতিবারের ম্যাচ দুটি এখন হবে শুক্রবারে। শুক্রবারের ম্যাচগুলো শনিবার ও শনিবারের ম্যাচ দুটি রোববার হবে।
প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার। আগের সূচি অনুযায়ী ফাইনাল মাঠে গড়াবে আগামী শুক্রবার।















মন্তব্য করুন: