বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ বদলানো নিয়েও আলোচনা

১৮ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ বদলানো নিয়েও আলোচনা

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে এখনও নিজেদের আগের সিদ্ধান্তেই অটল আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় ঢাকায় আইসিসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে বিসিবির সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনা করতে শনিবার ঢাকায় আসে আইসিসির প্রতিনিধি দলের সদস্য বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের অন্তবর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্স মহাব্যবস্থাপক গৌরাভ সাক্সেনারও আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভিসা পেতে দেরি হওয়ায় তিনি আসতে পারেননি। তিনি আলোচনায় যোগ দেন অনলাইনে।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকে আলোচনার বিষয়গুলো জানায় বিসিবি। সেখানে পুরোনো ব্যাপারগুলোই আবার উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হলো, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতার বিষয়টি।

বিশ্বকাপের জন্য প্রকাশিত সূচিতে ‘সি গ্রুপে আছে বাংলাদেশ। সেই সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা লিটন দাসের দলের। গ্রুপপর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিও একই ভেন্যুতে রাখা হয়েছে। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ে।

বাংলাদেশ শুরু থেকেই ভারতের বদলে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো সরিয়ে নিতে বলছে। বিশ্বকাপের গ্রুপগুলোর মধ্যে কেবল ‘বি গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই গ্রুপে সহ-আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে আছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ দল, সমর্থক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও ভাবনার কথাও আইসিসিকে জানায় বিসিবি।

বিসিবি ও আইসিসি গঠনমুলক আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

বিসিবির পক্ষে আলোচনায় ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমূল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

মন্তব্য করুন:

Add