বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে কোনো সময় বেঁধে দেয়নি আইসিসি: বিসিবি
২০ জানুয়ারি ২০২৬
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি বলে দাবি করেছে বিসিবি।
সোমবার মিরপুরে সাংবাদিকদের এই তথ্য জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
গত রোববার রাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না – তা চূড়ান্ত হবে বুধবারের মধ্যে। গত শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিসিবিকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সাংবাদিকদের আমজাদ জানান, শনিবারের বৈঠকের বিষয়গুলো আইসিসিকে জানাবে তাদের প্রতিনিধি। এরপর তাদের সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেওয়া হবে।
“এ ব্যাপারে উনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধুমাত্র জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদেরকে জানিয়ে দেবেন।”
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ না নিলে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপে জায়গা পেতে পারে স্কটল্যান্ড।
আইসিসির সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকেও নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানেই অনড় থাকার বিষয়টি জানায় বিসিবি। বৈঠকের পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে সভায় আলোচনা হয়েছে।
তবে ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের জায়গা বদলের প্রস্তাব দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে সেটিতে রাজি হয়নি আইসিসি। ভারতে যে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, বিসিবিকে আবারও তা নিশ্চিত করে আইসিসি।















মন্তব্য করুন: