বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের চিঠি

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের চিঠি

ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চিঠি দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বুধবার সকালের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার আইসিসিকে এই চিঠি ইমেইল করে পিসিবি। ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া বিষয়ে বুধবার একটি বোর্ড সভা ডেকেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে পিসিবির ইমেইলের কারণেই এই বোর্ড সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ক্রিকইনফো বলছে, ধারণা করা হচ্ছে, এই চিঠি বিশ্বকাপের সূচি পরিবর্তন না করার এবং টুর্নামেন্টের সহ-স্বাগতিক শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলতে দেওয়ার বিষয়ে আইসিসির নেওয়া অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশের সমর্থনে পিসিবির এই চিঠিটি দেওয়ার বিষয়টি এমন সময় সামনে এলো যখন গত কয়েকদিন ধরে কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি ভেবে দেখবে পাকিস্তান।

তবে এই বিষয়ে পিসিবি কোনো মন্তব্য করেনি এবং ক্রিকইনফোর প্রশ্নের উত্তর দেয়নি।

নিরাপত্তা শঙ্কায় গত ৪ জানুয়ারি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠিও দেয় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এ বিষয়ে আইসিসির সঙ্গে দুইবার বৈঠক হলেও এখনও নিজেদের অবস্থানে অনড় আছে বাংলাদেশ।

সবশেষ গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হওয়ার কথা জানায় বিসিবি।

রোববার এক প্রতিবেদনে ক্রিকইনফো জানিয়েছিল, বিসিবির দেওয়া এই প্রস্তাবনা মেনে নেয়নি আইসিসি। একই সঙ্গে বুধবারের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবারের বৈঠকে বিসিবিকে এই সময়সীমা বেঁধে দেয় আইসিসি।

তবে সোমবার বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, বৈঠকে বিসিবিকে এমন কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। বৈঠকের আলোচ্য বিষয়গুলো আইসিসির প্রতিনিধি তাদেরকে জানিয়ে দেবে এবং সে অনুযায়ী সংস্থাটি তাদের সিদ্ধান্তের কথা বিসিবিকে জানাবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

মন্তব্য করুন: