ভারতে খেলতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ, ১ দিন সময় পেল বিসিবি

২১ জানুয়ারি ২০২৬

ভারতে খেলতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ, ১ দিন সময় পেল বিসিবি

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে আইসিসির বোর্ড সভায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সিদ্ধান্ত বদলের জন্য সরকারের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আর এক দিন সময় দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার অনলাইনে আইসিসি বোর্ডের সভায় আয়োজিত ভোটাভুটিতে বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে অন্য দলকে সুযোগ দেওয়ার পক্ষে অধিকাংশ সদস্য রায় এসেছে।

ফলে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো ভেন্যু সরানোর জন্য বিসিবি যে আবেদন করেছিল, তা খারিজ হয়ে গেল।

এই অনলাইন সভায় যোগ দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়াসহ টেস্ট খেলুড়ে সব দেশের প্রতিনিধি, সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি, আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা ও আইসিসির মহাব্যবস্থাপক (ইভেন্টস) গৌরব সাক্সেনা। এছাড়া ছিলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। গত শনিবার ঢাকায় এসে আইসিসির প্রতিনিধি হিসেবে বিসিবির সঙ্গে সভা করে গিয়েছিলেন তিনি।

ক্রিকইনফোর মতে, সভায় অংশগ্রহণকারী ১৫ পরিচালকের মধ্যে বাংলাদেশকে সমর্থন দিয়েছে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার বাংলাদেশের ভেন্যু বদলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল তারা।

শেষ পর্যন্ত বিসিবি নিজেদের অবস্থান পরিবর্তন না করলে বাংলাদেশের বদলে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার ঘটনার সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতের কিছু রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় নেতাদের দাবির মুখে গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরদিন নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

একই সঙ্গে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠিও দেয় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এ বিষয়ে আইসিসির সঙ্গে দুইবার বৈঠকে বসলেও সেখানে নিজেদের অনড় অবস্থানের কথা জানায় বাংলাদেশ।

বিশ্বকাপের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের। গ্রুপপর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিও একই ভেন্যুতে রাখা হয়েছে। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ে।

মন্তব্য করুন: