বিপিএলে ১ আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড শরিফুলের
২৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। চট্টগ্রামের রয়্যালসের হয়ে বাঁহাতি এই পেসার টুর্নামেন্টে শেষ করেছেন ২৬ উইকেট নিয়ে।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনালে ৩৩ রানে ২ উইকেট নেন শরিফুল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৪ রান তোলে রাজশাহী। ৬২ বলে ৭ ছক্কা ও ৬ চারে ১০০ রানে থামে তানজিদের ইনিংস। এরই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে তিনটি সেঞ্চুরির হাঁকানোর কীর্তি গড়েন বাঁহাতি এই ওপেনার।
বিপিএলের এক আসরে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল তাসকিন আহমেদের। গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।
তাসকিনকে ছাড়িয়ে যেতে ফাইনালে ২ উইকেটের দরকার ছিল শরিফুলের। ইনিংসের ১৬তম এবং নিজের তৃতীয় ওভারে কেইন উইলিয়ামসনকে ফিরিয়ে তাসকিনকে স্পর্শ করেন ২৪ বছর বয়সী এই পেসার। এরপর ইনিংসের শেষ বলে নিজের বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর ক্যাচ নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হন তিনি।
১২ ম্যাচে ১২ ইনিংসে ১০ দশমিক ০৭ গড়ে ২৬ উইকেট নেন শরিফুল। ওভার প্রতি রান দিয়েছেন ৫ দশমিক ৮৪ করে। তার সেরা বোলিং ফিগার ৯ রানে ৫ উইকেট, নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।















মন্তব্য করুন: