অভিষেক-সূর্যকুমারের তাণ্ডবে ভারতের রেকর্ড গড়া জয়

২৬ জানুয়ারি ২০২৬

অভিষেক-সূর্যকুমারের তাণ্ডবে ভারতের রেকর্ড গড়া জয়

বোলারদের নৈপুণ্যে নিউ জিল্যান্ডকে নাগালের মধ্যে আটকে রেখেছিল ভারত। দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বিধ্বংসী ফিফটি তুলে নিলেন অভিষেক শর্মা সূর্যকুমার যাদব। এই ব্যাটারের তাণ্ডবে রেকর্ড গড়ে উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

রোববার গুয়াহাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে উইকেটে ১৫৩ রান তুলতে পারে নিউ জিল্যান্ড। জবাবে ১০ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সূর্যকুমারের দল।

টি-টুয়েন্টিতে দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় আইসিসির পূর্ণ দুটি সদস্যের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ভারতের চেয়ে বেশি বল বাকি থাকতে জিততে পারেনি আর কেউই। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭ বল বাকি থাকতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর যে কোনো দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ বল হাতে রেখে জিতেছিল তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। পেসারদের তোপে পাওয়ারপ্লেতে ৩৬ রানে উইকেট হারায় তারা। গ্লেন ফিলিপসের ৪৮, মার্ক চ্যাপম্যানের ৩২ শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৭ রানের ইনিংসে দেড়শর কাছাকাছি যায় সফরকারীরা।

১৭ রানে উইকেট নেন বুমরাহ। দুটি করে শিকার হার্দিক পান্ডিয়া রবি বিষ্ণোইয়ের।

ব্যাটারদের তাণ্ডবের দিনে ম্যাচসেরা হয়েছেন বুমরাহলক্ষ্য তাড়ায় প্রথম বলেই সাঞ্জু স্যামসনকে হারায় ভারত। এরপর অভিষেক ঈশান কিশানের ব্যাটিং তাণ্ডবে ওভার বলে দলের খাতায় যোগ হয় ৫০ রান, যা টি-টুয়েন্টিতে দেশটির দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওভার বলে দলীয় পঞ্চাশ ছুঁয়েছিল তারা।

বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকান অভিষেক। চার ছক্কায় বাঁহাতি এই ওপেনার ফিফটি পূর্ণ করতে খেলেন ১৪ বল। ভারতের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড যুবরাজ সিংয়ের, ১২ বলে।

শেষ পর্যন্ত ২০ বলে চার ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকা অভিষেক কোনো ডট বল খেলেননি। এরই সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কোনো ডট বল না খেলে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল তানজানিয়ার কাসিম নাসারোর অপরাজিত ৫৯ রান।

ঈশানের (২৮) বিদায়ের পর ক্রিজে এসে ঝড় তোলেন সূর্যকুমার। ভারতীয় অধিনায়ক ফিফটি তুলে নেন ২৫ বলে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ২৬ বলে চার ছক্কায় ৫৭ রানে।

দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করে নেওয়া ভারতের এটি টানা ১১ টি-টুয়েন্টি সিরিজ জয়, যা টি-টুয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ। এই জয় যাত্রার শুরুটা হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে আফগানিস্তানকে হারিয়ে। ২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত পাকিস্তানও টানা ১১ টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল।

আগামী বুধবার বিশাখাপত্তনমে চতুর্থ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন: