আঙুলের চোটে সাউদির বিশ্বকাপ অনিশ্চিত
১৬ সেপ্টেম্বর ২০২৩
আঙুলের চোটের কারণে নিউ জিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদির বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে শুক্রবার ইংল্যান্ডের সঙ্গে চতুর্থ এবং শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কিউই পেসারের ডান হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে গেছে।
এনজেডসি এক বিবৃতিতে জানায়, “প্রথম ইনিংসের ১৪তম ওভারে ক্যাচ নেয়ার সময় টিম সাউদির ডান হাতের বুড়ো আঙুলের হাড় স্থানচ্যুত হয়ে ভেঙে যাওয়ার বিষয়টি এক্সরেতে ধরা পড়েছে।”
“তার সেরে উঠতে কত দিন লাগবে তা পরের দিনের আরও পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে।”
বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে চোট পাওয়া ফিন অ্যালেনের ক্ষেত্রে কোনো চিড় ধরা পড়েনি বলে জানিয়েছে এনজেডসি।
বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। তবে এই সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয় সাউদিকে।
বাংলাদেশ সিরিজের পর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।
মন্তব্য করুন: