বিশ্বকাপ দলে ২ পরিবর্তন আনল দ. আফ্রিকা

২২ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ দলে ২ পরিবর্তন আনল দ. আফ্রিকা

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্ব ঘোষিত দলে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। দলে নেওয়া হয়েছে দুই বিধ্বংসী ব্যাটার রায়ান রিকেলটন ট্রিস্ট্যান স্টাবসকে।

বৃহস্পতিবার টনি ডি জর্জি ডোনোভান ফেরেইরার বদলে এই দুটি পরিবর্তনের কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

গত ডিসেম্বরে ভারত সফরে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি বাঁহাতি ব্যাটার ডি জর্জি। অন্যদিকে এসএ টুয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান স্পিন অলরাউন্ডার ফেরেইরা। তাদের চোটে বিশ্বকাপের দুয়ার খুললো রিকেলটন স্টাবসের।

দক্ষিণ আফ্রিকায় চলমান ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টুয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন রিকেলটন। এমআই কেপ টাউনের হয়ে দুই সেঞ্চুরিতে ইনিংসে ১৫৬ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৭ রান। বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে।

তবে টুর্নামেন্টে সময়টা ভালো যাচ্ছে না স্টাবসের। সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ইনিংসে ডানহাতি এই ব্যাটার করেছেন ১২৯ রান, স্ট্রাইক রেট ১১৯ দশমিক ৪৪। নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ৪৭*

অন্যদিকে ডেভিড মিলারকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কায় আছে প্রোটিয়ারা। পার্ল রয়্যালসের হয়ে লিগ ম্যাচে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়া এই ব্যাটার খেলেননি দলটির প্লে-অফের ম্যাচে। আগামী সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না তাকে। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলেই কেবল তিনি টুর্নামেন্টে খেলতে পারবেন।

আগামী ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়ারা।ডি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ আফগানিস্তান, নিউ জিল্যান্ড সংযুক্ত আরব আমিরাত।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত দল:

এইডেন মারক্রাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, মার্কো ইয়েনসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্ট্যান স্টাবস।

মন্তব্য করুন: