নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

২২ জানুয়ারি ২০২৬

নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামিবিয়াকে বিধ্বস্ত করে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে ৮০ রানে।

বৃহস্পতিবার নেপালের কীর্তিপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। জবাবে নামিবিয়াকে ৬৪ রানে গুটিয়ে দেন স্পিনাররা।

১৪ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। তিনটি করে উইকেট নেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

পাঁচ দলের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউ গিনিকে হারিয়েছিল বাংলাদেশ। সুপার সিক্সে শীর্ষ চারে থাকলে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলবে জ্যোতির দল।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জুয়াইরিয়া ফেরদৌসের (০) উইকেট হারায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে সেই ধাক্কা সামাল দেয় দিলারা আক্তার ও শারমিন আক্তার। তবে ১০ রানের ভেতর এই দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক জ্যোতির ২০, সোবহানা মোস্তারির ২৭, স্বর্ণা আক্তারের ২৩ এবং শেষ দিকে রাবেয়া খানের অপরাজিত ১১ রানে ভালো সংগ্রহ পায় দল।

লক্ষ্য তাড়ায় নামিবিয়ার উদ্বোধনী জুটি থেকে আসে ২০ রান। চতুর্থ ওভারের প্রথম বলে এই জুটি ভাঙেন রাবেয়া। এরপর উইকেট শিকারে যোগ দেন ফাহিমা ও মেঘলা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ১৭ ওভার ৫ বলে নামিবিয়ার ইনিংস গুটিয়ে দেন তারা।

আগামী শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন: