বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে মূল স্পিনার হিসেবে ব্যবহারের পরিকল্পনা অস্ট্রেলিয়ার

৩০ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে মূল স্পিনার হিসেবে ব্যবহারের পরিকল্পনা অস্ট্রেলিয়ার

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একমাত্র অভিজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন অ্যাডাম জ্যাম্পা। তবে অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও মূল স্পিনার হিসাবে ব্যবহার করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।

বৃহস্পতিবার দল চূড়ান্ত করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার তার পায়ের চোট থেকে সেরে না ওঠায় বাদ পড়েন চূড়ান্ত দল থেকে।

বুধবার ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪০ রানে ৪ উইকেট) অস্ট্রেলিয়াকে সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে সাহায্য করেন ম্যাক্সওয়েল। স্পিন বিকল্প হিসাবে তিনি সবসময় পরিকল্পনায় ছিলেন বলে জানান বেইলি।

“ম্যাক্সির ক্ষেত্রে এটা বলা অন্যায়, যে সে একজন অভিজ্ঞ স্পিনার নন। তার টি-টোয়েন্টি ও ওয়ানডেতে স্পিনিং রেকর্ডটি বেশ ভালো এবং আপনি তাকে মূল সারির স্পিনার হিসেবে বিবেচনা করতে পারেন।”

শেষ মুহূর্তে অ্যাগারের পরিবর্তে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান ডানহাতি ব্যাটার মারনাস লাবুশেন। হাতের চোট থেকে সেরে না উঠলেও টুর্নামেন্টের শেষে অংশে ফিট হবার আশায় দলে রাখা হয়েছে বাঁহাতি ওপেনার ট্র্যাভিস হেডকে।

আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add