পাকিস্তানে বাংলাদেশের সিরিজ নিয়ে শঙ্কা

পাকিস্তানে বাংলাদেশের সিরিজ নিয়ে শঙ্কা

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এমন অবস্থায় চলতি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চলতি আসরের পিএসএলের বাকি আটটি ম্যাচের তারিখ ভেন্যু খুব শিগগিরই জানানো হবে।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস পেশওয়ার জালমির মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এক জরুরি সভার পর সেটি স্থগিত করা হয়। ওই সভায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশিরভাগ খেলোয়াড় পিএসএলের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার পক্ষে মত দেন।

এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ইতোমধ্যেই অনেক বিদেশি খেলোয়াড় পাকিস্তান ছেড়ে আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন। তবে পিসিবি এখনও নতুন ভেন্যু নির্ধারণে ব্যস্ত থাকায় কয়েকদিনের জন্য টুর্নামেন্টটি স্থগিত থাকতে পারে।

এদিকে পিএসএল পিছিয়ে যাওয়ার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-পাকিস্তানের টি-টুয়েন্টি সিরিজেও। পিএসএলের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ মের ফাইনালের তিন দিন পর পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করায় এই সিরিজের ভাগ্যে কী আছে, সে বিষয়ে পিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

মূল সূচি অনুযায়ী, পিএসএলের বাকি ম্যাচগুলোর মধ্যে চারটি রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে এবং শেষ তিনটি লাহোরে হওয়ার কথা ছিল।

অন্যদিকে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনায় শুক্রবার চলমান আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add