বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলা হবে না উইলিয়ামসনের

৩০ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলা হবে না উইলিয়ামসনের

হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলা হবে না নিউ জিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের। তবে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলবেন কিউই অধিনায়ক।

গত এপ্রিলে উলিয়ামসনের হাঁটুর একটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়।

এনজেডসি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার হায়দেরাবাদ এবং থিরুভানান্থাপুরামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন কিন্তু আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচ খেলবেন না।

কোচ গ্যারি স্টিড বলেন, “উইলিয়ামসনের সেরে ওঠার উপর ভালোমতো নজর রাখা হচ্ছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের ধকল সামলাতে পারবেন এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

“আমরা কেইনের পুনর্বাসনের প্রক্রিয়ায় প্রতিদিন নজর রাখব। তিনি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগেই ফিরে আসার জন্য চাপ দিব না।”

২০১৯ বিশ্বকাপ ফাইনালের দুই দল নিউ জিল্যান্ড এবং ইংল্যান্ড এবারের আসরের উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে কিউইদের নেতৃত্ব দিবেন টম ল্যাথাম।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add