টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত
৭ মে ২০২৫

লাল বলের ক্রিকেটে গত বছরের শেষ দিকে সময়টা মোটেও ভালো যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়েও নিয়েছিলেন। তখন থেকেই গুঞ্জন ছিল টেস্টে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। এবার ক্রিকেটের রাজকীয় ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ফলে ইংল্যান্ডের মাটিতে আসছে টেস্ট সিরিজের আগে এই ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক নিয়োগ দিতে হবে ভারতকে।
বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবসরের কথা জানান রোহিত। তবে এখনও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। গত বছর তার অধীনে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
বিদায়ী বার্তায় রোহিত লেখেন, “সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে খেলা ছিল অনেক বড় সম্মানের। বছরের পর বছর ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।”
রোহিতের এই সিদ্ধান্ত এল টেস্টে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের প্রেক্ষিতে। ২০২৪ সালের শেষে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং এরপর অস্ট্রেলিয়ায় মাটিতে সিরিজে বাজে পারফরম্যান্সের পর দলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্ম দেয়।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সবকটি জিতেছিল ভারত। কিন্তু নিউ জিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হয় রোহিতের নেতৃত্বাধীন দল। এই সিরিজ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলার দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়ে তারা। এরপর অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে হারে ভারত। শেষ হয়ে যায় টানা তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশাও।
এই সিরিজগুলোতে খেলা ৮ টেস্টের ১৫ ইনিংসে মাত্র একবার পঞ্চাশের দেখা পান রোহিত। গড় ছিল মাত্র ১০ দশমিক ৯৩।
সব মিলিয়ে ৬৭ টেস্টের ক্যারিয়ারে ১১৬ ইনিংসে ৪০ দশমিক ৫৭ গড়ে তিনি ৪ হাজার ৩০১ রান করেছেন, সর্বোচ্চ ২১২ রান। ১২টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ১৮টি ফিফটি।
অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্ট খেলেননি রোহিত। পারিবারিক কারণে প্রথমটিতে তিনি খেলতে পারেননি। পরের তিন টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে শেষ ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন তিনি। তার অবর্তমানে সেই দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন পেসার যশপ্রীত বুমরাহ।
আইপিএল শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। আগামী ২০ জুন হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
মন্তব্য করুন: