বিশ্বকাপে ধারাভাষ্যকক্ষ মাতাবেন যারা
৩০ সেপ্টেম্বর ২০২৩

ক্রিকেট মাঠে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনাবলি কিংবা ম্যাচের টানটান উত্তেজনাকর মুহূর্তকে টিভির সামনে থাকা দর্শকদের মাঝে তুলে ধরতে ধারাভাষ্যকারদের জুড়ি মেলা ভার। ২০১৯ বিশ্বকাপে লর্ডসের ফাইনালে ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ, নাসের হুসেইন ও ইয়ান স্মিথ না থাকলে হয়তো ম্যাচের শেষদিকের মুহূর্ত এতোটা স্মরণীয় হয়ে থাকত না।
শুধুই কি ২০১৯ এর ফাইনাল? ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের মুহূর্তে ধারাভাষ্যকক্ষে থাকা নাসের হুসেইন কিংবা ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর ম্যাচ জেতানো ছক্কা হাঁকানোর সময় রবি শাস্ত্রীর সেই বিখ্যাত উক্তি, ক্রিকেটপ্রেমীদের কাছে আজীবন মনে থাকবে।
এ রকম আরও অনেক ঘটনা দর্শকদের কাছে স্মরণীয় করে রাখতে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ৩১ জনের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি। যার মধ্যে রয়েছেন ৫ জন নারী ধারাভাষ্যকার।
আসরে ধারাভাষ্যকক্ষ মাতাবেন ক্রিকেট বিশ্বের সব নামীদামী ও পরিচিত কণ্ঠ এবং সাবেক ক্রিকেটাররা। ১০টি শহরে হতে যাওয়া ৪৮টি ম্যাচের ধারাবিবরণী, ব্যাখ্যা, বিশ্লেষণ তুলে ধরবেন এই ধারাভাষ্যকাররা। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আতাহার আলী খান।
এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকক্ষে থাকবেন দুইবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং ও গত আসরে ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ওয়েইন মরগান।
আরও থাকবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা ম্যাথিউ হেইডেন, শেন ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ, ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ও খ্যাতিমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও সুনীল গাভাস্কার, ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য রমিজ রাজা এবং অস্ট্রেলিয়ার নারী বিশ্বকাপ জয়ী লিসা স্টালেকার।
তাদের সঙ্গ দেবেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের স্মরণীয় ফাইনালে ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ, নাসের হুসেইন ও ইয়ান স্মিথ।
এদের সঙ্গে ধারাভাষ্যকক্ষ থেকে মাঠের ঘটনা দর্শকদের মাঝে তুলে ধরবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস, সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শন পলক, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন ও ভারত নারী দলের সাবেক অধিনায়ক আনজুম চোপড়া।
ধারাভাষ্যকক্ষে আরও থাকবেন সাবেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন ভারতের সঞ্জয় মঞ্জরেকার ও দীনেশ কার্তিক, নিউ জিল্যান্ডের সাইমন ডুল ও কেটি মার্টিন, জিম্বাবুয়ের পমিয়াম বাঙ্গুয়া, অস্ট্রেলিয়ার ডার্ক ন্যানিস, শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি।
প্যানেলে আরও আছেন বিশ্বের প্রথম সারির ক্রিকেট ধারাভাষ্যকাররা। রয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে ও অস্ট্রেলিয়ার মার্ক নিকোলাস। আরও থাকবেন অস্ট্রেলিয়ার মার্ক হাওয়ার্ড ও ন্যাটালি গারমানোস, ইংল্যান্ডের ইয়ান ওয়ার্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্যাস নাইডু।
আগামী ৫ অক্টোবর গতবারের আসর যেখান থেকে শেষ হয়েছিল এবারের আসর ঠিক সেখান থেকেই শুরু হবে। আহমেদাবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। একই মাঠে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
মন্তব্য করুন: