সেঞ্চুরি হাঁকালেন ইয়াসির আলী রাব্বি

একটা সময় জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাকে ঘিরে নির্বাচক এবং কোচ বড় বড় স্বপ্ন দেখতেন। সেই ইয়াসির আলী রাব্বি পারফর্ম করতে না পেরে হারিয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ঘরোয়া ক্রিকেটেও তার বলার মতো পারফর্মেন্স ছিল না। দুই বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করে আবারও আলোচনায় এলেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মধ্যাঞ্চলের বিপক্ষে ১৭৯ বলে ৯ চার এবং ৪ ছক্কায় ১২০ রানের ইনিংস খেলেছেন পূর্বাঞ্চলের হয়ে খেলা ইয়াসির। সর্বশেষ ২০২১ সালে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন জাতীয় ক্রিকেট লিগে। তারপর কেটে গেছে দুই বছর। ৩১ ইনিংস পর ইয়াসির দেখা পেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের দশম সেঞ্চুরির।
এই ইনিংসটি খেলার পথে ৭০ বলে অর্ধশতক পূর্ণ করেন ইয়াসির। ১৫৬ বলে পৌঁছে যান তিন অংকে। চা বিরতির পর নাজমুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে শেষ হয় তার ইনিংস। পাশাপাশি ইরফান শুক্কুরের অপরাজিত ৯১ রানের ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৫২ রান তুলেছে পূর্বাঞ্চল, প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের চেয়ে তারা এখন ২৮ রানে পিছিয়ে।
মন্তব্য করুন: