আইপিএল প্রিভিউ : গুজরাট টাইটানস

২৫ মার্চ ২০২৩

আইপিএল প্রিভিউ : গুজরাট টাইটানস

আইপিএলে গত মৌসুমেই অভিষেক গুজরাট টাইটানসের। সবাইকে চমকে দিয়ে প্রথমবারেই চ্যাম্পিয়ন হয় তাঁরা। এবার? ধরে রাখতে পারবে শিরোপা? দলের অবস্থা কী বলছে? হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের সম্ভাবনা দেখে নেয়া যাক এক নজরে।

 

মোট খেলোয়াড়

২৫ জন

বিদেশী

৮ জন

স্কোয়াড

ওপেনার: শুভমান গিল, কেন উইলিয়ামসন। 

মিডল অর্ডার: অভিনব মনোহর, ডেভিড মিলার, বি সাই সুদর্শন।

উইকেটকিপার: ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, উরভিল প্যাটেল।

অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, দর্শন নালকান্দে, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, রশিদ খান, ওডিয়ান স্মিথ।

স্পিনার: জয়ন্ত যাদব, নূর আহমেদ, আর সাই কিশোর|

ফাস্ট বোলার: প্রদীপ সাংওয়ান, আলজারি জোসেফ, মোহাম্মদ শামি, যশ দয়াল, শিবম মাভি, জোশুয়া লিটল, মোহিত শর্মা।

এবারের আইপিএলে গুজরাটের সবচেয়ে দামি খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও রশিদ খান।  ছবি: সংগৃহীতসবচেয়ে দামি খেলোয়াড়

হার্দিক পান্ডিয়া – ১৫ কোটি রুপি

রশিদ খান – ১৫ কোটি রুপি

কোচিং স্টাফ

হেড কোচ – আশিস নেহরা

মেন্টর ও ব্যাটিং কোচ – গ্যারি কারস্টেন

সহকারী কোচ – আশিষ কাপুর

সম্ভাব্য প্রথম একাদশ

শুভমান গিল, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ।

গুজরাটের সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট।  ছবি: সংগৃহীতশক্তি

গুজরাটের সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট। গতবার দেখিয়েছে যে, খুব বড় নাম ছাড়া দলীয় পারফরম্যান্সও জয়ের ফর্মুলা হতে পারে। শিরোপা জেতাতে পারে। পান্ডিয়ার অধিনায়কত্ব, তাঁর নিজের অলরাউন্ড নৈপুণ্যে টাইটানস এবারও ভীষণ শক্তিশালী।

টাইটানসের আছে শুভমান গিলের মতো ফর্মে থাকা ওপেনার। কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর ওপেনিং জুটি হতে পারে দুর্দান্ত। যেখানে গিল ঝোড়ো সূচনা দিতে পারেন, উইলিয়ামসন যোগ করতে পারেন স্থিতিশীলতা। বোলিংয়ে রশিদ খান, শিভাম মাভি, মোহাম্মদ শামি ও আলজারি জোসেফ বিপক্ষ দলের জন্যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।  

দুর্বলতা

গুজরাটে  অভিজ্ঞদের মধ্যে রয়েছেন অধিনায়ক পান্ডিয়া এবং প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। দুজনই গত আসরে টাইটানসের শিরোপা জয়ে বিশাল অবদান রেখেছেন। দুজনই করেছেন ৪৫০ রানের বেশি করে। তবে তাঁরা এবার খুব ভালো ফর্ম নিয়ে আইপিএল শুরু করছেন না। যা টাইটানসের জন্য ভালো পূর্বাভাস নয়। 

এমনকি আফগান সুপারষ্টার রশিদ খানও কিছুটা ধার হারিয়েছেন বলে মনে হচ্ছে। গুজরাটের উইকেটকিপাররাও ফর্মে নেই। এটিও উদ্বেগের।

গুজরাট টাইটানসের সবচেয়ে বড় তারকা অধিনায়ক হার্দিক পান্ডিয়া।  ছবি: সংগৃহীতষ্টার প্লেয়ার 

গুজরাট টাইটানসের সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অধিনায়ত্বের অভিজ্ঞতায় এবার তিনি আরও পরিণত। ম্যাচে ইমপ্যাক্ট রাখতে পারেন দারুণভাবে। পেস অলরাউন্ডার হিসেবে পেস ইউনিটকে যেমন নেতৃত্ব দিতে পারেন, তেমনি ব্যাটিংয়ে টি-টোয়েন্টি মেজাজে রানও করতে পারেন। পান্ডিয়ার নিজের দিনে তিনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।

যশ দয়াল হয়ে উঠতে পারেন টাইটানসের নতুন হিরো। ।  ছবি: সংগৃহীতনতুন তারকা 

গত আসরেই নিজ আইপিএল অভিষেকে যশ দয়াল ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন। বলে গতি থাকায়, পেসবান্ধব উইকেটে প্রতিপক্ষের জন্যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বামহাতি ফাস্ট বোলার। তবে, গত আসরের সব ম্যাচে সুযোগ পাননি যশ। যে ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন, সেখানেই ক্যাপ্টেনের তার প্রতি ভরসার প্রতিদান দিয়েছেন। তাই, এবারের আসরে যশ দয়াল দলের নিয়মিত মুখ হয়ে উঠতে পারেন এবং হতে পারেন টাইটানসের নতুন হিরো। 

প্রেডিকশন 

প্রথম আসরে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। এবারের দল আগের তুলনায় আরও অভিজ্ঞ, আরও সুগঠিত। আরেকটি শিরোপা? অবশ্যই হতে পারে। কিন্তু হবে না। ‘সেকেন্ড সিজন সিনড্রোম’ এর শিকার হতে পারে হার্দিক পান্ডিয়ার দল। প্লে-অফে খেলাটাই হবে তাই গুজরাট টাইটানসের সাফল্য।

 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add