৫২ বলের সেঞ্চুরিতে শান্তর রেকর্ড নিজের করে নিলেন সূর্যবংশী

৫২ বলের সেঞ্চুরিতে শান্তর রেকর্ড নিজের করে নিলেন সূর্যবংশী

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দুটি রেকর্ডের দখল নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরির মালিক এখন ভারতের এই বাঁহাতি এই ব্যাটার। এছাড়াও এই ফরম্যাটে দ্রুততম শতক হাঁকানোর কীর্তিও এখন তার।

শনিবার ওরচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৪ বছর ১০০ দিন বয়সে সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী। এতদিন যুব ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি ছিল শান্তর। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁহাতি এই ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৪ বছর ২৪১ দিন বয়সে।

এদিন ৫২ বলে তিন অঙ্ক স্পর্শ করে যুব ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের কামরান গুলামের। ২০১৩ সালে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষেই ৫৩ বলে সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

আগের ম্যাচে ৩১ বলে ৮৬ রানের ইনিংসে ৯টি ছক্কা মেরে যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন সূর্যবংশী। এবার নিজের রেকর্ডটিও ভেঙে দেন বিহারের এই ক্রিকেটার। রেকর্ড গড়া শতকে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসে ১৩ চারের সঙ্গে তিনি ১০টি ছক্কা মারেন।

চলতি সিরিজে ৪ ইনিংসে সাড়ে ৮০ গড় ও ১৯৮ দশমিক ৭৬ স্ট্রাইক-রেটে সূর্যবংশীর রান এখন ৩২২। চার ও ছক্কা মেরেছেন সমান ২৭টি করে।

মন্তব্য করুন: