নিষেধাজ্ঞা কাটিয়ে অবসর ভেঙে জিম্বাবুয়ে দলে ফিরছেন টেইলর

৩০ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে অবসর ভেঙে জিম্বাবুয়ে দলে ফিরছেন টেইলর

চার বছর আগে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ব্রেন্ডন টেইলর। এরপর আইসিসির নিয়ম ভঙ্গ করায় সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। কয়েকদিন আগে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই ব্যাটার। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে জিম্বাবুয়ের জার্সি গায়ে আবার মাঠে নামতে পারেন দেশটির সাবেক এই অধিনায়ক।

২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান টেইলর। এর প্রায় চার মাস পর আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে তাকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ২৫ জুলাই শেষ হয়েছে সেই সাজা। ফলে ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই ৩৯ বছর বয়সী এই ব্যাটারের।

বুধবার বুলাওয়েয়োতে শুরু হয়েছে জিম্বাবুয়ে-নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। আগামী আগস্ট সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের ১৬ সদস্যের দলে রাখা হয়েছে টেইলরকে।

তাকে দলে স্বাগত জানিয়ে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, “আমি জানি, দলে ফেরার জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় সে কতটা পরিশ্রম করেছে, বিশেষ করে গত , ১০ কিংবা ১২ মাস ধরে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবার দলে ফিরে পেতে আমি খুবই রোমাঞ্চিত। সতীর্থদের পাশাপাশি দলের প্রতি সে কী অবদান রাখে, তা দেখতে মুখিয়ে আছি।

আইসিসির নিষেধাজ্ঞার শর্তানুযায়ী, সে সময়ে কোনো স্বীকৃত ক্রিকেটে খেলতে পারতেন না টেইলর। এমনকি ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দলের সঙ্গে অনুশীলনও করতে পারতেন না তিনি। ফলে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে একটি অভিজাত স্কুলের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছেন দেশকে ৭১ ম্যাচে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক।

জাতীয় দলের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক টেইলর। ২০৩ ইনিংসে ৩৫ দশমিক ৫৫ গড়ে রান করেছেন ৬ হাজার ৬৮৪। সেঞ্চুরি হাঁকিয়েছেন দেশের হয়ে সর্বোচ্চ ১১টি।

অন্যদিকে টেস্টে ৬৮ ইনিংসে ৩৬ দশমিক ২৫ গড়ে তিনি হাজার ৩২০ রান করেছেন। সাদা পোশাকের ক্রিকেটে তার সেঞ্চুরির ৫টিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। ৪৫ টি-টুয়েন্টিতে ডানহাতি এই ব্যাটারের রান ৯৩৪।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে তিন বছরের কোলপ্যাক চুক্তি করে জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন টেইলর। ২০১৭ সালে আবার জাতীয় দলে ফেরেন তিনি।

মন্তব্য করুন: