এবার ছক্কার রেকর্ড নিজের করে নিলেন সূর্যবংশী
২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে হয়ে অভিষেকের পর থেকে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। এবার যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন ১৪ বছর বয়সী এই বিস্ময়বালক।
বুধবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচে ৬টি ছক্কা হাঁকান সূর্যবংশী। ১০টি যুব ওয়ানডে খেলা বাঁহাতি এই ব্যাটারের ছক্কা এখন ৪১টি।
এতদিন যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল তারই স্বদেশি উন্মুখ চাঁদের। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক ২১টি যুব ওয়ানডেতে ৩৮টি ছক্কা মেরেছিলেন।
এদিন মাঠে নামার আগে উন্মুখকে ছাড়িয়ে যেতে সূর্যবংশীর দরকার ছিল ৪টি ছক্কা। ১৩তম ওভারের চতুর্থ ডেলিভারিতে তা করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত এই ওপেনারের ইনিংস থামে ৬৮ বলে ৭০ রানে, চার মারেন ৫টি।
যুব ওয়ানডেতে ৩০ বা এর বেশি ছক্কা মারতে পেরেছেন আর কেবল চারজন। ৩৫ ছক্কা মেরে তালিকায় তিনে আছেন বাংলাদেশের জাওয়াদ আবরার। পাকিস্তানের শাহজাইব খানের ছক্কা ৩১টি। ভারতের যশস্বী জয়সওয়াল ও বাংলাদেশের তাওহিদ হৃদয় মেরেছেন ৩০টি করে ছক্কা।
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস ইনিংস খেলেছিলেন সূর্যবংশী। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই ওলটপালট করেছিলেন রেকর্ড বই।
সেদিন ১৪ বছর ১০০ দিন বয়সে যুব ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তিন অংক স্পর্শ করেন মাত্র ৫২ বলে, যা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে ইতিহাসে দ্রুততম। রেকর্ডগড়া ইনিংসে ছক্কা হাঁকান ১০টি, যা ভারতের হয়ে যুব ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ।
মন্তব্য করুন: