মায়ামিতে বার্সেলোনার ম্যাচ আয়োজনের অনুমতি দিল উয়েফা
৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের মায়ামিতে আগামী ডিসেম্বরে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার লা লিগা ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
সোমবার এক বিবৃতিতে বার্সেলোনার ম্যাচটি ছাড়াও আগামী বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে এসি মিলান ও কোমোর সেরি আ ম্যাচ আয়োজনের বিষয়েও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
বিবৃতিতে জানানো হয়, কেবল বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়, ফিফার বর্তমান নীতিমালায় বিদেশে লিগ ম্যাচ আয়োজন সংক্রান্ত স্পষ্ট ও বিস্তারিত কোনো নির্দেশনা নেই।
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, “লিগ ম্যাচগুলো নিজ দেশের মাঠেই হওয়া উচিত। অন্য কিছু হলে তা নিয়মিত দর্শকদের বঞ্চিত করা হবে এবং প্রতিযোগিতায় বিকৃতির আশঙ্কা তৈরি হবে।”
“দুঃখজনক হলেও এই ম্যাচ দুটির অনুমতি দিতে হয়েছে। তবে এটি ব্যতিক্রম, কোনোভাবেই এটি ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত নয়। জাতীয় লিগের সত্তা ও মর্যাদা রক্ষা করা এবং ফুটবলকে তার নিজস্ব আবহে টিকিয়ে রাখতে আমাদের অঙ্গীকার স্পষ্ট।”
নিজেদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছে লা লিগা। গত আগস্টে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচ মায়ামিতে আয়োজনের অনুমোদন দেয়। এর পরদিনই এই পরিকল্পনাটির বিরোধিতা করে বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে গত জুলাইয়ে পার্থে এসি মিলান ও কোমোর ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দেয় ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। কারণ আগামী ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকস আয়োজনে ব্যস্ত থাকবে মিলান শহর। ৬ ফেব্রুয়ারি মিলানের ঘরের মাঠ সান সিরোয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে।
মন্তব্য করুন: