২০২৮ ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে

১৩ নভেম্বর ২০২৫

২০২৮ ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে

কার্ডিফে শুরু হয়ে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। বুধবার ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে উয়েফা।

ইউরোর ১৮তম আসরটি যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড।

ওয়েলসের কার্ডিফে উদ্বোধনী ম্যাচ হবে ৯ জুন। এর ঠিক এক মাস পর ৯ জুলাই ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই।

২৪ দলের টুর্নামেন্টে ৫১টি ম্যাচ হবে আটটি শহরে - ইংল্যান্ডের লন্ডন, লিভারপুল, ম্যানচেস্টার, বার্মিংহ্যাম ও নিউক্যাসল, ওয়েলসের কার্ডিফ, আয়ারল্যান্ডের ডাবলিন এবং স্কটল্যান্ডের গ্লাসগো।

ফাইনাল ছাড়াও দুটি সেমি-ফাইনালই হবে ওয়েম্বলিতে। প্রায় ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে হবে একটি কোয়ার্টার-ফাইনালও। শেষ আটের অন্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে।

শেষ ষোলোর কোনো ম্যাচ ওয়েম্বলিতে হবে না। স্বাগতিক দেশগুলোর যারা টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে, তারা গ্রুপপর্বের ম্যাচগুলো নিজ দেশেই খেলবে।

ম্যাচগুলো শুরুর তিনটি ভিন্ন সময়ও নির্ধারণ করেছে উয়েফা। বাংলাদেশ সময় রাত ৮টা, রাত ১১টা ও রাত ২টায় খেলা শুরু হবে।

আগামী ইউরোর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৬ ডিসেম্বর, আয়ারল্যান্ডের বেলফাস্টে।

ইউরোর সবশেষ আসরে রানার্স-আপ হয়েছিল ইংল্যান্ড। স্কটল্যান্ড বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। অন্যদিকে ওয়েলস ও আয়ারল্যান্ড মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

মন্তব্য করুন: