মেসি ম্যাজিকে জয় দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা
১৫ নভেম্বর ২০২৫
শক্তির বিচারে অ্যাঙ্গোলার চেয়ে যোজন-যোজন এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইটা খুব একটা একপেশে হয়নি। লিওনেল মেসির ঝলকে সহজ জয়ে বছরটা শেষ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুক্রবার প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মাঠে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। প্রথম গোলে অ্যাসিস্টের পর দ্বিতীয় গোলটি নিজেই করেন মেসি।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দলটির বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার খেলল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বিশ্বকাপের প্রথম দেখায়ও একই ব্যবধানে জিতেছিল তারা।
শুরুর কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ৪৩তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে বল জালে জড়ান ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।
৮২তম মিনিটে মার্তিনেসের পাস থেকে দলের জয়সূচক গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। জাতীয় দলের জার্সিতে ১৯৬ ম্যাচে এটি মেসির ১১৫তম গোল।















মন্তব্য করুন: