গোল উৎসব করে বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডস

১৮ নভেম্বর ২০২৫

গোল উৎসব করে বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডস

জিতলেই মিলবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট। এমন সমীকরণের সামনে প্রতিপক্ষের জালে গোল উৎসব করে মূলপর্ব নিশ্চিত করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডে সোমবার লাইপজিগে ‘এ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে জার্মানি।

গত সেপ্টেম্বরে এই স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করেছিল জুলিয়ান নাগেলসমানের দল। তবে এরপরের সব ম্যাচ জেতায় বাছাইপর্বের শেষ ম্যাচে কেবল হার এড়াতে হতো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

৭০ শতাংশ সময় বল দখলে রাখা জার্মানরা গোলের জন্য শট নেয় ২৩টি, যার মধ্যে ১৪টিই লক্ষ্যে রাখে। অন্যদিকে চারটি শট নেওয়া স্লোভাকিয়ার লক্ষ্যে থাকে দুটি।

১৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোলউৎসবের শুরুটা করেন নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড নিক ভল্টামাডা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনখ ফরোয়ার্ড সের্জ নাবরি প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন গালাতাসারাই মিডফিল্ডার লেরয় সানে।

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন আরবি লাইপজিগ মিডফিল্ডার রিডল বাকু এবং তার ক্লাব সতীর্থ তরুণ মিডফিল্ডার আসান ওয়েদরেগো।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া।

একই সময় আমস্টার্ডামে ‘জি গ্রুপের ম্যাচে লিথুনিয়াকে ৪-০ গোলে হারায় নেদারল্যান্ডস। ১৬তম মিনিটে ম্যানচেস্টারি সিটি মিডফিল্ডার টিজানি রাইন্ডার্স দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। বাকি দুই গোল করেন টটনাম হটস্পার ফরোয়ার্ড শাভি সিমন্স ও অ্যাস্টন ভিলার ডোনিয়েল মালেন।

আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নেদারল্যান্ডস। একই সময়ে আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হওয়া রবের্ট লেভানডফস্কির পোল্যান্ড খেলবে প্লে-অফে।

মন্তব্য করুন: