৭ মিনিটে হ্যাটট্রিকের কৃতিত্ব সতীর্থদের দিলেন এমবাপ্পে
২৭ নভেম্বর ২০২৫
সাত মিনিটের কম সময়ে তিন গোল করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর করেছেন আরও এক গোল। শেষ পর্যন্ত তার এই চার গোলেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর ম্যাচে গোলগুলোর জন্য সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন ফরাসি এই তারকা।
বুধবার গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে ৪-৩ গোলের জয় পায় রিয়াল। এই ম্যাচের আগে টানা তিন ম্যাচে জয়হীন ছিল শাবি আলোনসোর দল।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, “আবার জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি, তিন ম্যাচ না জেতা আমাদের মতো দলের জন্য অনেক। ম্যাচটা কঠিন ছিল। এখানে জেতা কঠিন। আমরা খারাপভাবে শুরু করেছি, বল হারিয়েছি, প্রথম গোল খেয়েছি, তারপর ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়েছি, গোল করেছি, আর দ্বিতীয়ার্ধটা ছিল একটু দোলাচলের মতো – আমরা গোল করেছি, ওরাও করেছে।”
অষ্টম মিনিটে গোল হজম করে রিয়াল। এরপর ২২তম মিনিটে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। আরও দুটি গোল করে এই ফরোয়ার্ড তার হ্যাটট্রিক পূর্ণ করতে মোট সময় নেন ৬ মিনিট ৪২ সেকেন্ড। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে ৬ মিনিট ১৩ সেকেন্ডে তিন গোল করে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম হ্যাটট্রিকের মালিক লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
এমবাপ্পে ৫৯তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন। তিন ম্যাচ পর গোলের দেখা পাওয়ার পর তিনি বলেন, “আমি খুব খুশি। গোল করা সবসময়ই আনন্দের। আমার সতীর্থরা আমাকে দারুণ অ্যাসিস্ট দিয়েছে। আমি ভাগ্যবান যে এমন খেলোয়াড়দের সঙ্গে খেলি। আমি সবসময় গোল করার চেষ্টা করি, কখনও হয়, কখনও হয় না।”
চলতি চ্যাম্পিয়নস লিগে এটি এমবাপ্পের দ্বিতীয় হ্যাটট্রিক। আর ইউরোপ ক্লাব সেরার আসরে সব মিলিয়ে তার হ্যাটট্রিক সংখ্যা এখন পাঁচটি, যা ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক আটটি করে। বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা রবের্ট লেভানডফস্কির হ্যাটট্রিক ছয়টি।
চলতি আসরে পাঁচ ম্যাচে ৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। আর রিয়ালের জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ২২টি।















মন্তব্য করুন: