এমবাপ্পের সামনে রিয়ালে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

৭ ডিসেম্বর ২০২৫

এমবাপ্পের সামনে রিয়ালে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পের সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড নিজের করা নেওয়ার হাতছানি। আর চারটি গোল করতে পারলেই স্প্যানিশ ক্লাবটির হয়ে এক বছরে পর্তুগিজ মহাতারকার করা সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি। আর কোচ শাবি আলোনসো জানিয়েছেন, রোনালদো মতো রিয়ালে ইতিহাস গড়ার পথে এগুচ্ছেন এমবাপ্পে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালে খেলা রোনালদো ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের ক্যারিয়ার শেষ করেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। এর মধ্যে ২০১৩ সালে করেছিলেন রেকর্ড ৫৯ গোল।

অন্যদিকে পিএসজি ছেড়ে গত মৌসুমে রিয়ালে যোগ দেওয়া শুরুতে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্রুতই নিজেকে মানিয়ে নেন। মৌসুম শেষ করেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন বুটও।

গত বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করা ফরাসি এই তারকা চলতি বছর রিয়ালের জার্সিতে করেছেন ৫৫ গোল। রোনালদোকে ছাড়িয়ে যেতে বছর তার হাতে আছে আর চারটি ম্যাচ।

লা লিগার ম্যাচে রোববার ঘরের মাঠে সেল্তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর সঙ্গে এমবাপ্পের তুলনা করা হলে আলোনসো বলেন, “কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়ার পথে, ঠিক যেমনটা ক্রিশ্চিয়ানো করেছিল। তার উচ্চাকাঙ্ক্ষা, তার পরিসংখ্যান... সে সেরাদের মধ্যে একজন। প্রতিদিন তার সঙ্গে কাজ করা দুর্দান্ত। অন্যদের প্রভাবিত করার তার ইচ্ছা, যা ক্রিশ্চিয়ানোর মতো। আমি এখানে মিল দেখতে পাই।

সাবেক সতীর্থ রোনালদো নাকি বর্তমান শিষ্য এমবাপ্পে – কাকে এগিয়ে রাখবেন এমন প্রসঙ্গে আলোনসো বলেন, ক্রিশ্চিয়ানো তো ক্রিশ্চিয়ানো, আর কিলিয়ান হলো কিলিয়ান। তারা দুইজনই অসাধারণ। কিলিয়ানকে পেয়ে আমরা খুবই ভাগ্যবান। এই সুবিধার সর্বোচ্চটা আমাদের কাজে লাগাতে হবে।

লা লিগায় ১৫ ম্যাচে ১১ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৪ পয়েন্ট বেশি নিয়ে আছে তালিকার শীর্ষে।

মন্তব্য করুন: