ম্যানইউ ছাড়ছেন কাসেমিরো
২৩ জানুয়ারি ২০২৬
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চলছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
ইউনাইটেডের ভবিষ্যৎ স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনায় কাসেমিরোকে না রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে ব্রাজিলিয়ান এই তারকার অনুরোধে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার।
মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও ক্লাব কর্তৃপক্ষ সেটি করতে আগ্রহী নয় বলে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৮টি শিরোপা জেতা কাসেমিরো ২০২২ সালের আগস্টে প্রায় ৬ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন। তবে ইংলিশ ক্লাবটিতে তেমন সাফল্য পাননি তিনি।
ইউনাইটেডের বাজে সময়ের মাঝে নিজেকেও সবসময় সেভাবে মেলে ধরতে পারেননি এই মিডফিল্ডার। ২০২৩ সালে নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ জয়ের ফাইনালে হেড থেকে গোল করেছিলেন তিনি। পরের বছর ক্লাবের হয়ে জেতেন এফএ কাপ। সব মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১৪৬ ম্যাচে ২১ গোল করেছেন কাসেমিরো।
বিদায় বার্তায় কাসেমিরো বলেন, “সারাটা জীবন আমি ম্যানচেস্টার ইউনাটেডকে নিজের কাছে রাখব। এই স্টেডিয়ামে পা রাখার পর প্রথম দিন থেকেই ওল্ড ট্র্যাফোর্ডের নিবেদন ও ভালোবাসা আমি অনুভব করেছি, যা এই স্পেশাল ক্লাবের সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।”
“এখনই বিদায় বলার সময় হয়নি। আগামী চার মাসে আরও অনেক স্মৃতি গড়ার পালা আছে। একসঙ্গে আরও অনেক লড়াই বাকি, আমার সবটুকু মনোযোগ থাকবে ক্লাবকে সফল করে তুলতে সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টায়।”















মন্তব্য করুন: