বের্নাবেউয়ে দুয়ো শুনতে চান না ভিনিসুস
২১ জানুয়ারি ২০২৬
টানা ছন্দহীন পারফরম্যান্সে মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ভিনিসুস জুনিয়রের। গত কয়েক ম্যাচ ধরে ঘরের মাঠে সমর্থকদের দুয়োধ্বনির শিকার হচ্ছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। তবে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে যেন সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ৬-১ গোলে বিধ্বস্ত করে রিয়াল। চোখ ধাঁধানো ড্রিবলিং এবং দুটি গোলে সহায়তা করার পাশাপাশি একটি গোল করেন ভিনিসুস। ম্যাচজুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ রাখা এই তারকা ফরোয়ার্ড ম্যাচসেরার পুরস্কার জেতেন।
ম্যাচ শেষে ২৫ বছর বয়সী এই তারকা স্বীকার করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বের্নাবেউয়ে ভক্তদের কাছ থেকে তাকে যে দুয়োধ্বনীর সম্মুখীন হতে হয়েছে তা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
টিএনটি স্পোর্টসকে ভিনিসুস বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে যা ঘটছে তার কারণে এই পারফরম্যান্স অনেক অর্থ বহন করে।”
“কোচ পরিবর্তন, (স্প্যানিশ সুপার কাপ) ফাইনালে হার, কোপা দেল রে থেকে ছিটকে যাওয়া – বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলার সঙ্গে অনেক চাহিদা থাকে। মাঝেমধ্যে আমরা দুয়ো দেওয়ার বিষয়টি বুঝতে পারি না। তবে আমি ক্লাবের আকার এবং এই জার্সির ওজন সম্পর্কে জানি।”
গত শনিবার লেভান্তের বিপক্ষে বের্নাবেউয়ে লা লিগার ম্যাচ শুরুর আগে থেকেই ভিনিসুসের উদ্দেশে দুয়োধ্বনির দেওয়া হয়। এমনকি ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে যখনই বল স্পর্শ করছিল, তখনই দুয়ো দিয়েছেন সমর্থকরা।
স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে পরাজয়, মাত্র সাত মাস দায়িত্ব পালনের পর কোচ শাবি আলোনসোকে আকস্মিক বরখাস্ত করা এবং দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে কোপা দেল রে থেকে লজ্জাজনক বিদায়ে ঘটনাবহুল একটি সপ্তাহের পর রিয়াল সমর্থকরা হতাশ হয়ে পড়েছিল।
এছাড়া একাধিক গণমাধ্যমে আলোনসো ও ভিনিসুসের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি উঠে আসায় বের্নাবেউয়ের পরিবেশকে আরও গুমোট করে তুলেছিল।
তবে মোনাকোর বিপক্ষে ভিনিসুসের দুর্দান্ত পারফরম্যান্স পরিস্থিতি বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
“আমি কেবল মাঠেই কিছু করতে পারি – আমার সবকিছু উজাড় করে দিতে। আমি সব সময় টেকনিক্যালি নিখুঁত হব না। তবে আমি সব সময় দলের জন্য ১০০% দেব। আমি আমার ঘরে, যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে দুয়ো শুনতে চাই না। তবে ভক্তদের তাদের অধিকার আছে এবং আমি এখানে বিকশিত হতে এসেছি। আমি দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে থাকতে চাই।”
২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছেন ভিনিসুস। ২০২২ ও ২০২৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতাতে অবদান রাখেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে সে বছর তিনি ফিফার 'দ্য বেস্ট' পুরস্কারও জিতেছিলেন।















মন্তব্য করুন: