গালাতাসারায়ের সঙ্গে ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগে শঙ্কায় ইউনাইটেড

৩০ নভেম্বর ২০২৩

গালাতাসারায়ের সঙ্গে ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগে শঙ্কায় ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগে তুরস্কের ক্লাব গালাতাসারায়ের বিপক্ষে ২০ মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে গোল হজম করে গালাতেসারায়ের সঙ্গে - গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে এরিক টেন হাগের দল।

বুধবারগ্রুপের ম্যাচে গালাতাসারায়ের মাঠে শুরু থেকে বেশ আক্রমণাত্মক খেলতে থাকা ইউনাইটেডের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দশম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের পাস থেকে জোরালো শটে রেড ডেভিলদের এগিয়ে নেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।

ঠিক সাত মিনিট পর লুক শর বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।

ম্যাচের ২৯তম মিনিটে ফ্রি-কিক থেকে একটি গোল শোধ করেন হাকিম জিয়েশ। এখানে প্রথম ভুলটা করেন ইউনাইটেডের গোলরক্ষক ওনানা। অনেকটা নিচু করে নেয়া জিয়েশের ফ্রি-কিকের গতিবিধি ঠিকমতো বুঝে উঠতে পারেন নি আয়াক্সের সাবেক এই গোলরক্ষক।

৫৫তম মিনিটে আবারও ব্যবধান বাড়ান ইউনাইটেড মিডফিলডার স্কট ম্যাকটমিনে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তিনবারের চ্যাম্পিয়নরা।

৬২তম মিনিটে বক্সের বাইরে ডান প্রান্ত থেকে সরাসরি ফ্রিকিক থেকে আরও একটি গোল করেন জিয়েশ। এই গোলে ওনানার ভুল প্রথম গোলের তুলনায় আরও দৃষ্টিকটু। মরক্কোর ফরোয়ার্ড জিয়েশের নেয়া শট ইউনাইটেডের গোলরক্ষকের গ্লাভসে লেগে জালে জড়ায়। ৭১তম মিনিটে তীব্র গতির শটে সমতাসূচক গোলটি করেন মোহাম্মদ কেরেম আর্তকওলু।

চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচের প্রথমে দুই গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের কাছে - গোলে হেরেছিল ইউনাইটেড।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে কোপেনহেগেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আগেই শেষ ষোলো নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ।

পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ১৩। কোপেনহেগেন গালাতাসারায়ে উভয় দলের পয়ন্টে সমান ৫। গোল ব্যবধানে এগিয়ে থাকায় কোপেন হেগেন দুইয়ে এবং তিন নম্বরে রয়েছে গালাতেসারায়। তলানিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add