প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যান ইউ-টটনাম ইউরোপা লিগের ফাইনালে

প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যান ইউ-টটনাম ইউরোপা লিগের ফাইনালে

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে হতাশাজনক সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটনাম হটস্পার। লিগে দুই দল বর্তমানে আছে যথাক্রমে ১৫ ও ১৬ নম্বরে। কিন্তু ইউরোপিয়ান আসরে দুর্দান্ত ছন্দে আছে তারা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠেছে ইংলিশ ক্লাব দুটি।

বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ওল্ড ট্র্যাফোর্ডে আথলেতিক বিলবাওকে ৪-১ গোলে হারায় ইউনাইটেড। গত সপ্তাহে প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠে রুবেন আমুরির দল।

অন্যদিকে নরওয়ের ক্লাব বোদো-গ্লিমটের মাঠে ২-০ গোলের জয় পায় টটনাম। ঘরের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়া লন্ডনের ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে।

এবারের ইউরোপিয়ান আসরে একমাত্র অপরাজিত দল ইউনাইটেড। ইউরোপার লিগ পর্বে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে তালিকার তিন নম্বরে থেকে শেষ ষোলোয় পা রাখে তারা।

কিন্তু প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে দলটি। এখন পর্যন্ত ১৫ ম্যাচে হেরেছে তারা, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে তাদের সর্বোচ্চ। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্ট ও সবচেয়ে কম জয় নিয়ে লিগ শেষ করার পথে আছে ইউনাইটেড।

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে জয় পেয়েছে টটনামঅন্যদিকে ২০ দলের প্রিমিয়ার লিগ যুগে বর্তমানে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে আছে টটনাম। এর আগে তাদের বাজে অবস্থানটি ছিল ১৪ নম্বরে। ৩৫ ম্যাচে এখন পর্যন্ত ৩৮ পয়েন্ট দলটির। এক মৌসুমে নিজেদের সর্বনিম্ন পয়েন্টের চেয়ে এখনও ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১৯৯৭-৯৮ মৌসুমে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল টটনাম।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add