ফাইনালে উঠে ‘ফার্মার্স লিগ’ ট্রলের জবাব পিএসজি কোচের
৮ মে ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি দলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পিএসজি। সেমি-ফাইনালের লড়াইয়ে আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নেওয়ার পর ফ্রান্সের লিগ ওয়ানকে হেয় করে দেওয়া পুরনো তকমা ‘ফার্মার্স লিগ’ ট্রলের জবাব দিয়েছেন কোচ লুইস এনরিকে।
বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারায় পিএসজি। গত সপ্তাহে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় ২০২০ সালের পর ফাইনালে ওঠে ফরাসি চ্যাম্পিয়নরা।
এবারের ইউরোপ ক্লাব সেরার আসরে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করেছে পিএসজি, যার শুরুটা হয়েছিল লিগ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এরপর শেষ ষোলোয় লিগ পর্বের শীর্ষ দল লিভারপুল, কোয়ার্টার-ফাইনালে অ্যাস্টন ভিলা এবং সবশেষ আর্সেনালকে হারাল এনরিকের শিষ্যরা।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে পিএসজি কোচ বলেন, “কৃষকদের লিগ, তাই না? আমরাই সেই কৃষকদের লিগ। তবে এটা দারুণ লাগছে। সবাই আমাদের খেলা, মানসিকতা আর পারফরম্যান্স নিয়ে কথা বলছে – এটা দারুণ।”
“মিকেল আর্তেতা ভালো বন্ধু কিন্তু আমি এটার সঙ্গে একমত নই যে জয়টা আর্সেনালের প্রাপ্য ছিল। তারা সেভাবে খেলেছে যেভাবে খেলতে চেয়েছে এবং খেলতে ভালোবাসে। তবে দুই লেগ মিলিয়ে আমরাই বেশি গোল করেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“আর্সেনাল দারুণ এক ম্যাচ খেলেছে এবং আমাদের বেশ ভুগিয়েছে। তবে ফাইনালে যাওয়াটা আমাদের প্রাপ্য।”
ফরাসি লিগকে ‘ফার্মার্স লিগ’ বা এক দলের আধিপত্যে প্রতিদ্বন্দ্বিতাহীন লিগ বলে ট্রল করে থাকেন অনেকে। কারণ এখানে পিএসজির একতরফা দাপটের অন্য দলগুলো শিরোপার জন্য খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। বিশেষ করে নাসের আল খেলাইফি পিএসজির মালিকানার অধিকাংশ কেনার পর থেকে লিগে পিএসজির দাপটের শুরু হয়। ২০১২-১৩ থেকে চলতি মৌসুম পর্যন্ত তারা মোট ১১টি লিগ শিরোপা জিতেছে। চলতি মৌসুমেও দলটি বেশ আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে।
আগামী ২৪ মে ফরাসি কাপের ফাইনালে রাঁসকে হারাতে পারলে ট্রেবল জয়ের পথে একধাপ এগিয়ে যাবে তারা। ৩১ মে মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।
অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে চলতি আসরের শুরুটা দুর্দান্ত ছিল না পিএসজির। প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা। তবে জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জয় পায় দলটি। এই জয়টিকেই মৌসুমের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন এনরিকে।
মন্তব্য করুন: