রিয়ালের জয়ে আবারও বেলিংহ্যামের গোল

৩০ নভেম্বর ২০২৩

রিয়ালের জয়ে আবারও বেলিংহ্যামের গোল

রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমটা যেন স্বপ্নের মতো কাটছে জুড বেলিংহ্যামের। এই ইংলিশ মিডফিল্ডারের নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নাপোলিকে - গোলে হারিয়ে টানা পাঁচ জয় তুলে নিয়েছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে গ্রুপসি ম্যাচে নবম মিনিটেই ইতালিয়ান লিগ চ্যাম্পিয়নদের পাল্টা আক্রমণে আর্জেন্টিনার ফরোয়ার্ড জিওভানি সিমিওনের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে প্রথম দেখায় মনে হয়েছিল গোলরক্ষক আন্দ্রি লুনিন শটটি ঠেকিয়ে দিয়েছেন। কিন্তু গোল-লাইন প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় বল গোলের সীমারেখা অতিক্রম করেছে।

নাপোলির এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি স্বাগতিকরা। দুই মিনিট পরেই মাঝ মাঠ থেকে ব্রাহিম দিয়াস একক প্রচেষ্টায় বল বাড়িয়ে দেন ডি-বক্সের বাইরে থাকা রদ্রিগোকে। বল নিয়ে দারুণ এক বাঁকানো শটে দলকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২২তম মিনিটে ডাভিড আলাবার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন বেলিংহ্যাম। একই সঙ্গে রিয়ালের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্রথম চার ম্যাচেই বল জালে জড়ানোর কীর্তি গড়েন এই মিডফিল্ডার। লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে ১৬ ম্যাচে এখন ১৫ গোল ২০ বছর বয়সী এই ফুটবলারের।

বিরতির পর মিডফিল্ডার জাম্বো আনগিসার দারুণ এক ভলিতে সমতায় ফেরে নাপোলি।

৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক শটে রিয়ালের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার নিকো পাস। যোগ করা সময়ে বেলিংহ্যামের দারুন এক বাড়ানো বলে গোল করে দলের জয় নিশ্চিত করেন হোসেলু।

জয়ে ১৫ পয়েন্ট নিয়েসি গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তালিকার দুইয়ে থাকা নাপোলির পয়েন্ট ৭। নকআউট পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পোর্টিং ব্রাগার সঙ্গে ড্র করলেই হবে ইতালিয়ান ক্লাবটির।

গ্রুপের আরেক ম্যাচে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের সঙ্গে - গোলে ড্র করা পর্তুগিজ দল স্পোর্টিং ব্রাগার পয়েন্ট ৪।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add