লঁসকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আর্সেনাল

৩০ নভেম্বর ২০২৩

লঁসকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি দল লঁসকে - গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে - গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে - গোলে ড্র করেছে ইন্টার মিলান।

বুধবারবিগ্রুপের ম্যাচে শেষ ষোলো নিশ্চিত করার জন্য ঘরের মাঠে এক পয়েন্টই যথেষ্ঠ ছিল সাত বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা আর্সেনালের। লঁসের বিপক্ষে গোল উৎসব করে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে তারা।

১৩ তম মিনিটে কাই হাভার্টসের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। আট মিনিট পর বুকায়ো সাকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। 

২৩তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার গাব্রিয়েল মার্তিনেলির শট লঁসের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জালে জড়িয়ে গোল উৎসবে যোগ দেন ইংলিশ মিডফিল্ডার সাকা।

চার মিনিট পর একক প্রচেষ্টায় আর্সেনালের চতুর্থ গোলটি করেন মার্তিনেলি। প্রথমার্ধের যোগ করা সময়ে তাকেহিরো তমিয়াসুর ক্রস থেকে ভলিতে পঞ্চম গোলটি করেন অধিনায়ক মার্তিন ওদেগার্দ।

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ষষ্ঠ গোলটি করেন বদলি ফুটবলার জর্জিনিয়ো।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের কাছে - গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ১২। পয়েন্ট নিয়ে আইন্দহোভেনের অবস্থান দুইয়ে। তিন নম্বরে থাকা লঁসের পয়েন্ট ৫। তলানিতে থাকা সেভিয়ার পয়েন্ট ২।

বিগ্রুপের ম্যাচে বেনফিকার মাঠে ম্যাচের শুরুতে জোয়াও মারিওর গোলে পিছিয়ে পড়ে ইন্টার। ১৩ তম মিনিটে ইন্টারের ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিও। ৩৪তম মিনিটে গ্যারেথ বেলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ মিডফিল্ডার মারিও।

ম্যাচ ড্র করলেও আগেই পরের পর্ব নিশ্চিত করে ইন্টার মিলানদ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে একটি গোল শোধ করেন মার্কো আরনৌতভিচ। ৫৮তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ফ্রানসেস্কো আকরেবির ক্রস থেকে ভলিতে ব্যবধান কমান দাভিদে ফ্রাত্তেসি। ৭২তম মিনিটে বেনফিকার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি মার্কুস তুরামকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারী দল। তা থেকে সমতাসূচক গোলটি করেন আলেক্সিস সানচেস। শেষ মুহূর্তে আন্তোনিও সিলভা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বেনফিকা।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে অস্ট্রিয়ার ক্লাব জাল্টসবুর্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। এই গ্রুপ থেকে ইতিমধ্যে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ইন্টার মিলান এবং সোসিয়েদাদ।

পাঁচ ম্যাচ শেষে রিয়াল সোসিয়েদাদ এবং ইন্টার মিলান উভয় দলের পয়েন্ট ১১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে সোসিয়েদাদ। পরের অবস্থানে রয়েছে ইন্টার। তিন নম্বরে থাকা জাল্টসবুর্কের পয়েন্ট ৪। তলানিতে থাকা পয়েন্ট ১।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add