চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের ১০ হাজারতম গোল রামোসের

৩০ নভেম্বর ২০২৩

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের ১০ হাজারতম গোল রামোসের

নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়স্ক একাদশ নিয়ে মাঠের নামার রেকর্ড গড়েছে সেভিয়া। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেমাইলফলক১০ হাজারতম গোলটিও হয়েছে এই ম্যাচে।

বুধবার ঘরের মাঠে আইন্দহোভেনের কাছে - গোলে হেরে যাওয়া ম্যাচে ইভান রাকিতিচের ক্রস থেকে হেডে মাইলফলক স্পর্শ করা গোলটি করেন সেভিয়ার সের্হিও রামোস। নিয়ে চ্যাম্পিয়নস লিগে ১৬তম বারের মতো বল জালে জড়ালেন রামোস।

১৯৯২ সালে বেলজিয়ামের ক্লাব ব্রাগার হয়ে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন এভারটনের সাবেক ফরোয়ার্ড ড্যানিয়েল আমোকাশি।

২০০৫ সালের ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করেন ৩৭ বছর বয়সী রামোস। কোনো ফুটবলারের এই টুর্নামেন্টে প্রথম গোল এবং সাম্প্রতিক সময়ের গোলের মধ্যে সবচেয়ে বেশি সময়ের ব্যবধান এটাই ( হাজার ৭৭৩ দিন)

সবচেয়ে বেশি বয়সে গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন রিয়াল মাদ্র্রিদের সাবেক ফুটবলার। ৪০ বছর বয়সে গোল করে এই তালিকার শীর্ষে রয়েছেন রামোসের সাবেক ক্লাব সতীর্থ ডিফেন্ডার পেপে।

আইন্দহোভেনের বিপক্ষে সেভিয়া কোচের বেছে নেয়া একাদশের গড় বয়স ৩২ বছর ১৯ দিন। ২০১২সালের ফেব্রুয়ারিতে ইন্টার মিলানের গড়া রেকর্ড (৩১ বছর ৩৩১দিন) টপকে যা এখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক একাদশ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add