শেষ আটের আগে ‘পুরো ফিটনেসে ফিরবেন’ এমবাপ্পে
২ জুলাই ২০২৫

অসুস্থতা কাটিয়ে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো এবারের ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচে ১-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। কোচ শাবি আলোনসো জানিয়েছেন, ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরছেন এমবাপ্পে।
গ্যাস্ট্রোএনটেরাইটিসে আক্রান্ত হওয়ায় গ্রুপপর্বের সব ম্যাচে মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে। মঙ্গলবার মায়ামিতে শেষ ষোলোর ম্যাচে ইউভেন্তুসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তিনি। তবে কোয়ার্টার-ফাইনালের আগেই তার পুরো ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী আলোনসো।
“আমার মনে হয়, প্রতিদিনই তার উন্নতি হচ্ছে। কোয়ার্টারের সময় আসতে আসতে সে আরও ভালো অবস্থায় থাকবে। প্রতিদিনই আমরা ওর অবস্থা পর্যবেক্ষণ করছি।”
এমবাপ্পের অনুপস্থিতিতে দুর্দান্ত খেলেছেন গনসালো গার্সিয়া। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনিই। চলতি আসরে চার ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ২১ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে তাকে তুলে নিয়ে এমবাপ্পেকে মাঠে নামান রিয়াল কোচ।
মাঝমাঠে ফেদেরিকো ভালভের্দে ছিলেন অনবদ্য। অসংখ্য সুযোগ তৈরি করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। উরুগুইয়ান এই মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়ে আলোনসো জানান, তার নেতৃত্বগুণ পুরো দলকে উজ্জীবিত করে রাখে।
ভিনিসুস জুনিয়রের পজিশন নিয়েও কথা বলেন আলোনসো। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে আবার বাঁ প্রান্তে খেলানোর কৌশল কাজ দিয়েছে বলে জানান তিনি।
“আমরা দেখেছি তাকে জায়গা দিলে বাইরের দিক থেকে ভেতরে ঢুকে আক্রমণ করা তার জন্য সহজ হয়।”
রক্ষণে খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা নিয়েও সন্তুষ্ট আলোনসো। ইউভেন্তুসকে কার্যত বড় সুযোগই দিতে দেয়নি তার দল। চার ম্যাচে মাত্র কেবল দুটি গোল হজম করেছে তারা।
আগামী শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
মন্তব্য করুন: