রিয়াল অধ্যায় শেষে এসি মিলানেই যাচ্ছেন মদ্রিচ

রিয়াল অধ্যায় শেষে এসি মিলানেই যাচ্ছেন মদ্রিচ

রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষে লুকা মদ্রিচের পরবর্তী গন্তব্য হিসেবে এসি মিলানের নাম শোনা যাচ্ছিল। এবার বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটির নতুন কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপ শেষে দলের সঙ্গে যোগ দেবেন মদ্রিচ।

১৩ বছরের রিয়াল অধ্যায়ের ইতি টানতে যাওয়া মদ্রিচ গত মে মাসেই ঘোষণা দিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপ শেষেই তিনি স্প্যানিশ ক্লাবটি ছাড়বেন। লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ২৮টি শিরোপা জেতা ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আবেগঘন বিদায় জানানো হয়।

রিয়ালের জার্সিতে আর সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারেন মদ্রিচ। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার পিএসজির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারাতে পারলে রোববারের ফাইনালে ক্লাবটির হয়ে সবশেষ ম্যাচ খেলতে নামবেন মদ্রিচ।

সোমবার দ্বিতীয় মেয়াদে মিলানের কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলেগ্রি বলেন, “মদ্রিচ আগস্টে আমাদের সঙ্গে যোগ দেবে। সে একজন অসাধারণ খেলোয়াড়।

২০১৮ সালের ব্যালন ডিঅর জয়ী মদ্রিচ এমন সময় মিলানে যোগ দিচ্ছেন যখন তারা ইতালিয়ান সেরি আয় আট নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। ফলে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে তারা।

বাজে সময়কে কাটিয়ে উঠতে সমর্থকদের সহায়তা চেয়ে মিলান কোচ বলেন, “সমর্থকদের আমি বলতে চাই, প্রতিদিনের পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা এবং ফল এনে দেওয়ার মধ্য দিয়েই আমাদের সম্মান ফিরে পেতে হবে। এজন্য আমাদের তাদের সমর্থন প্রয়োজন।

আগামী ২৩ আগস্ট ক্রেমোনেসের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে সেরি আর নতুন মৌসুম শুরু করবে মিলান। এর আগে ২০১০১১ মৌসুমে মিলানকে লিগ শিরোপা এনে দিয়েছিলেন আলেগ্রি।

মন্তব্য করুন: