রিয়ালের নতুন ‘নাম্বার টেন’ এমবাপ্পে
৩০ জুলাই ২০২৫

জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরে খেলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন ফরাসি এই তারকা। এবার স্প্যানিশ ক্লাবটিতেও ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পেয়েছেন তিনি।
মঙ্গলবার এমবাপ্পেকে ১০ নম্বর জার্সিটি দেওয়ার কথা জানায় রিয়াল কর্তৃপক্ষ। এই জার্সি পরে খেলে আসছিলেন লুকা মদ্রিচ। স্প্যানিশ ক্লাবটিতে ১৩ বছরের অধ্যায় শেষ করে ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেওয়ায় জার্সিটির নতুন মালিক এখন এমবাপ্পে।
রিয়ালের হয়ে নিজের অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করেন তিনি। জেতেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও ইউরোপিয়ান গোল্ডেন বুটও।
মদ্রিচ ছাড়াও রিয়ালে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ক্লাবটির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, ক্ল্যারেন্স সেডোর্ফ ও লুইস ফিগো। এছাড়াও মেসুত ওজিল, রবিনিয়োর মতো তারকারাও এই জার্সি পরে সান্তিয়াগো বের্নাবেউ মাতিয়েছিলেন।
মন্তব্য করুন: